কলকাতা-মুম্বইয় নয়া বিমান পরিষেবা এয়ার এশিয়া ইন্ডিয়ার

কলকাতা: এবার কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে রোজ বিমান চালাবে এয়ার এশিয়া ইন্ডিয়া। প্রাথমিকভাবে এই রুটে এক পিঠের ভাড়া ধার্য করা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। শুক্রবার থেকে এই বিমানের বুকিং নিতে শুরু করেছে সংস্থাটি। আগামী ১৫ এপ্রিল থেকে ওই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া। সংস্থার এমডি এবং সিইও সুনীল ভাস্করন বলেন, আমরা

3 stocks recomended

কলকাতা-মুম্বইয় নয়া বিমান পরিষেবা এয়ার এশিয়া ইন্ডিয়ার

কলকাতা: এবার কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে রোজ বিমান চালাবে এয়ার এশিয়া ইন্ডিয়া। প্রাথমিকভাবে এই রুটে এক পিঠের ভাড়া ধার্য করা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। শুক্রবার থেকে এই বিমানের বুকিং নিতে শুরু করেছে সংস্থাটি।

আগামী ১৫ এপ্রিল থেকে ওই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া। সংস্থার এমডি এবং সিইও সুনীল ভাস্করন বলেন, আমরা এর আগে মুম্বই এবং বেঙ্গালুরুর মধ্যে বিমান পরিষেবা চালু করেছি। এবার কলকাতার সঙ্গেও যুক্ত করা হল মুম্বইকে। একদিকে যেমন তা কম খরচে বহু মানুষকে পরিষেবা দেবে, তেমনই এয়ার এশিয়া ইন্ডিয়ার ব্যবসায়িক বৃদ্ধিও হবে। বিমানটি রাত ১০ টা ১০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =