নয়াদিল্লি: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আগে থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মানি নিধি যোজনায় তাঁদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়৷ এবার মোদি সরকার কৃষকদের এই সুবিধা দ্বিগুণ করার বিষয়ে ভাবনা চিন্তা করছে বলে সূত্রের খবর৷ সেক্ষেত্রে এবার কৃষকরা বছরে ৬০০০ টাকার বদলে ১২,০০০ টাকা পাবেন৷ তবে সব কৃষকরা এই সুবিধার লাভ পাবেন না৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাওয়ার বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ সেগুলি পূরণ না হলে যোজনার সুবিধা পাওয়া যাবে না৷
এই সুবিধা নিতে হলে তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে ফেলতে হবে৷ এই যোজনায় খুব সহজেই নাম রেজিস্ট্রেশন করা যায়৷ বাড়িতে বসেই অনলাইনে এই কাজটি করে নেওয়া যায়৷ এছাড়া পঞ্চায়েত সচিব, স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও এই যোজনায় আবেদন করা যাবে৷
কাদের যোজনার সুবিধা মিলবে না
কৃষকের পরিবারের কোনও সদস্য যেমন স্বামী-স্ত্রী-সন্তান, ট্যাক্স দিলে এই সুবিধা মিলবে না৷
চাষ যোগ্য জমি না থাকা কৃষকদের এই যোজনার বাইরে রাখা হবে৷
চাষ যোগ্য জমি নিজের নামে থাকতে হবে৷ বাবা বা দাদুর নামে বা পরিবারের অন্যান্য সদস্যের নামে থাকলেও এই যোজনার সুবিধা পাওয়া যাবে না৷
যদি কোনও কৃষক সরকারি চাকুরে হন, তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷
রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ এই যোজনার সুবিধা নিতে পারবেন না৷
কোনও কৃষক বছরে ১০,০০০ টাকার পেনশনভোগী হলে, এই যোজনার সুবিধা পাবেন না ৷