পেট্রলের দাম ৩৪ টাকায় নামিয়ে আনছে কেন্দ্রী? বিবৃতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

নয়াদিল্লি: পেট্রল-ডিজেলের দাম কমাতে এবার ট্যাক্স ও ডিলারের কমিশন বাদ দেওয়ার প্রস্তাব দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ নয়া এই প্রস্তাব কার্যকর করার হলে লিটার পিছু পেট্রলের দাম ৩৪.০৪ টাকা কাছাকাছি দাঁড়াবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রীর জানিয়েছেন, পেট্রোল যে দামে বাজারে বিক্রি হয়, তাঁর মধ্যে ৯৬.৯

3 stocks recomended

পেট্রলের দাম ৩৪ টাকায় নামিয়ে আনছে কেন্দ্রী? বিবৃতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

নয়াদিল্লি: পেট্রল-ডিজেলের দাম কমাতে এবার ট্যাক্স ও ডিলারের কমিশন বাদ দেওয়ার প্রস্তাব দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ নয়া এই প্রস্তাব কার্যকর করার হলে লিটার পিছু পেট্রলের দাম ৩৪.০৪ টাকা কাছাকাছি দাঁড়াবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রীর জানিয়েছেন, পেট্রোল যে দামে বাজারে বিক্রি হয়, তাঁর মধ্যে ৯৬.৯ শতাংশ কর ও কমিশন যুক্ত রয়েছে৷ ডিজেলের ক্ষেত্রে বাজার দরের ৬০.৩ শতাংশ নেওয়া হয় কর ও কমিশন বাবদ৷ মন্ত্রীর দাবি, এই কর ও কমিশন বাদ দিলে একধাক্কায় অনেকটাই পড়ে যাবে জ্বালানির দাম৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার পেট্রলের ওপরে ৭৩,৫১৬.৮ কোটি টাকা শুল্ক আদায় করেছিল৷ ডিজেলে আদায় করেছিল ১.৫ লক্ষ কোটি টাকা৷ চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে পেট্রলের শুল্ক আদায় হয়েছে ২৫৩১৮.১ কোটি৷ ডিজেলের শুল্ক মিলেছে ৪৬,৫৪৮.৮ কোটি টাকা৷ গত অক্টোবরে পেট্রল ও ডিজেলের মূল্য কমানোর জন্য সরকার শুল্ক কমিয়ে দেয়৷ এর ফলে আর্থিক বছরের বাকি দিনগুলিতে সরকারের লোকসান হচ্ছে ৭ হাজার কোটি টাকা৷ তবে, নয়া এই প্রস্তাব কার্যকর হলে লোকসানের বহর আরও বাড়বে বলে আশঙ্কা পর্যবেক্ষক মহলের৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে ডিজেলের ক্ষেত্রে খুচরো বিক্রিতে দাম ছিল লিটার পিছু ৬৪. ৫৪ টাকা। তাঁর মধ্যে কেন্দ্রীয় শুল্ক ছিল ১৩.৮৩ টাকা, ভ্যাট ৯.৫১ টাকা এবং ডিলারের কমিশন ২.৫৩ টাকা। পেট্রল ও ডিজেলের দাম এখন বাজার নিয়ন্ত্রিত। প্রতিদিনই ওই দুই জ্বালানির দাম বাড়ে-কমে। জ্বালানির দাম দেশের বিভিন্ন প্রান্তে পৃথক হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আলাদাভাবে জ্বালানির ওপরে ভ্যাট আরোপ করে। তাই দামের হেরফের ঘটে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seventeen =