১৯৫ কোটি তুলে নিল এই আইপিও, বিনিয়োগ করতে পারেন আপনি

১৯৫ কোটি তুলে নিল এই আইপিও, বিনিয়োগ করতে পারেন আপনি

3 stocks recomended

মুম্বই: ২৩ এপ্রিল বাজারে আসতে চলেছে JNK India IPO। তবে তাঁর আগেই আইপিও বাজারে আসার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করল এই সংস্থা। তাহলে আপনার কি এই আইপিওতে বিনিয়োগ করা ঠিক হবে? বাজারে ৩০০০ মিলিয়ন শেয়ার ছাড়তে চলেছে জেএনকে ইন্ডিয়া। এর মধ্যে অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করা হবে ৮,৪২১,০৫২ ইকুইটি শেয়ার। আজ ২৩ এপ্রিলই বাজারে আসবে জেএনকে ইন্ডিয়ার শেয়ার। 

এই আইপিওতে বিডিং চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৩৯৫ টাকা থেকে ৪১৫ টাকার মধ্যে। আইপিও কিনতে গেলে এক লটে মোট ৩৬টি শেয়ার কিনতে হবে বিনিয়োগকারীদের। আর এই আইপিওর মাধ্যমে আপার প্রাইসব্যান্ডে মোট ৬৪৯.৪৭ কোটি টাকা বাজার থেকে তুলতে চাইছে জেএনকে ইন্ডিয়া।
বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে এই অফার দেওয়া হচ্ছে আইপিওতে। এক্ষেত্রে সমগ্র শেয়ারের ৫০ শতাংশ সংরক্ষিত আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ রয়েছে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ৩৫ শতাংশ রয়েছে ব্যক্তিগত খুচরো বিনিয়োগকারীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =