বৈদ্যুতিক টু হুইলার এখন আরো বেশি স্মার্ট! ‘ইন্টারনেট অফ থিংস’ কী?

দিল্লি: জিও প্ল্যাটফর্মের সহযোগী জিও থিংস, ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়া টেক-এর সঙ্গে যৌথভাবে চালু করল ‘ইন্টারনেট অফ থিংস’। দেশীয় পদ্ধতিতে তৈরি এই প্ল্যাটফর্মটা ‘স্মার্ট ডিজিটাল ক্লাস্টার’…

দিল্লি: জিও প্ল্যাটফর্মের সহযোগী জিও থিংস, ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়া টেক-এর সঙ্গে যৌথভাবে চালু করল ‘ইন্টারনেট অফ থিংস’।

দেশীয় পদ্ধতিতে তৈরি এই প্ল্যাটফর্মটা ‘স্মার্ট ডিজিটাল ক্লাস্টার’ এবং ‘স্মার্ট মডিউল’ প্রদান করবে, যা বিশেষভাবে টু-হুইলার বাজারের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ‘জিও অটোমোটিভ অ্যাপ স্যুট’-এ অ্যাক্সেস পাবেন চালকরা। এমনকি Jio ভয়েস অ্যাসিস্ট্যান্ট, JioSaavn, JioPages, JioXploR ইত্যাদি পরিষেবা ব্যবহার করতে পারবেন তাঁরা। এছাড়া দু’চাকার উপর আরও ভালো নিয়ন্ত্রণ পাবেন চালক।

এরকম ইন্টারেস্টিং সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল।‌ আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।