বঙ্গবাসীর জন্য আরও স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে জিও

বঙ্গবাসীর জন্য আরও স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে জিও

3 stocks recomended

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের সর্বাধিক ডিজিটাল পরিষেবা সরবরাহকারী সংস্থা রিলায়েন্স এবার রাজ্যের মানুষের সুবিধায় ১৫ MHz অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে৷ এই টেলিকম সংস্থা গোটা রাজ্যে মোট ১৩ হাজারের বেশি এলাকায় নতুন পরিষেবা গড়ে তুলবে। এতে জিওর পরিষেবা আরও ভালো হতে চলেছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। ভারত সরকারের টেলি যোগাযোগ মন্ত্রক থেকে আয়োজিত স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে দেশের ২২টি সার্কেলের স্পেকট্রাম নিতে পেরেছে রিলায়েন্স জিও। ৮০০MHz, ১৮০০MHz ও ২৩০০MHz ব্যান্ডে অতিরিক্ত স্পেকট্রাম এখন জিওর দখলে৷

বঙ্গবাসীর সুবিধায় ২৩০০MHz ব্যান্ডে ১০MHz স্পেকট্রাম এবং ৮৫০MHz ব্যান্ডে ৫MHz স্পেকট্রাম নিয়েছে জিও। সংস্থা জানিয়েছে, করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী ও ওয়ার্ক ফর্ম হোমের ক্ষেত্রে মানুষের আরও সুবিধা হয়৷ গোটা রাজ্যে ৪জি নেটওয়ার্কের চাহিদা বাড়ছে। ২০২১ সালে ১৩ হাজারের বেশি এলাকায় জিও ৪জি পরিষেবা উন্নয়নের টার্গেট করা হয়েছে৷ কেন্দ্রীয় টেলি যোগযোগ মন্ত্রক আয়োজিত স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে আগামী ২০ বছরের জন্য মোট ৫৭ হাজার ১২৩ কোটি টাকার স্পেকট্রাম কিনে নিয়েছে রিলায়েন্স জিও। তাতে দেশজুড়ে ৫৫% স্পেকট্রাম বাড়িয়ে ফেলেছে এই সংস্থা। বর্তমানে সারা দেশে ৪২৬ মিলিয়ন গ্রাহক জিওর পরিষেবা ব্যবহার করেন৷ বর্ধিত স্পেকট্রামের মাধ্যমে আরও ৩০০ মিলিয়ন গ্রাহককে নিজের দিকে টানতে সক্ষম হবে বলেই আশা করছে সংস্থা৷ এমনকি ৫জি পরিষেবা দেওয়ার জন্য তৈরি হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =