BREAKING: দেশীয় প্রযুক্তির 5-G পরিষেবার ঘোষণা JIO-র, ২১-এ ডিজিটাল বিপ্লব

BREAKING: দেশীয় প্রযুক্তির 5-G পরিষেবার ঘোষণা JIO-র, ২১-এ ডিজিটাল বিপ্লব

3 stocks recomended

 

মুম্বই: প্রথম ভার্চুয়াল এজিআই বৈঠক থেকে ফের বড়সড় ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি৷ দেশের ইন্টারনেট জগতে নতুন বিপ্লব আনতে ফাইভ-জি পরিষেবা আনার ঘোষণা করেছেন তিনি৷

আজ ভার্চুয়াল এজিএম থেকে জিওর বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরেন মুকেশ৷ জানান, গুগল ও ফেসবুক জিওর সঙ্গে ব্যবসা করতে আগ্রহী৷ তারা জিওতে বিনিয়োগ করছেন৷ দেশের বৃহত্তম টেলিকম সংস্থার সঙ্গে গুগল ও ফেসবুক গাঁটছড়া বাঁধছেন চলেছে বলেও ঘোষণা করেছেন তিনি৷ একইসঙ্গে দেশের বিভিন্ন স্তরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেও বেশকিছু ঘোষণা করেছেন মুকেশ আম্বানি৷

এদিন আম্বানি বলেন, স্পেকট্রাম পেলেই বাজারে চলে আসবে ফাইভ-জি প্রযুক্তি৷ আগামী বছরে বাজারে আসবে ফাইভ-জি প্রযুক্তি৷ আগামী বছরের মধ্যে এই পরিষেবা বাজারে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে ফাইভ-জি পরিষেবা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া যেতে পারে৷ দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে ফাইভ-জি প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুকেশ আম্বানি৷

এদিন জিও’র তরফ একগুচ্ছ পরিষেবার ঘোষণা করা হয়৷ খুচরো বিক্রেতাদের সুবিধা দেওয়া থেকে শুরু করে অনলাইনে পঠন-পাঠন, ভিডিও কনফারেন্সিং অ্যাপ-সহ বেশকিছু পরিষেবার ঘোষণা করা হয়েছে৷ আগামী দিনে কীভাবে জিও বিশ্ববাজারে তার প্রভাব বিস্তার করবে, তারও রূপরেখা নির্দিষ্ট করে দেন মুকেশ আম্বানি৷ আগামী বছর এপ্রিলে ফেসবুকের সঙ্গে জিও’র বাণিজ্যিক গাঁটছড়া বাঁধবে বলেও জানিয়েছেন মুকেশ৷ জিও’র শেয়ারে বিনিয়োগ করতে পেরেও আপ্লুত ফেসবুক কর্তা  মার্ক জুকারবার্গ৷ জানিয়েছেন, জিও’র সঙ্গে ব্যবসা করে করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত৷ ইতিমধ্যেই গুগল জিও সংস্থার প্রায় সাড়ে ৭ শতাংশ শেয়ার কিনেছে৷ গুগল ও জিও দেশের বাজারে ফোন তৈরি করবে বলেও ঘোষণা করেছেন মুকেশ৷ এই চুক্তি নিয়ে আপ্লুত গুগল সিইও সুন্দর পিচাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =