BSNL টেক্কা দিচ্ছে এভাবে? বাকিদের সঙ্গে ডিফারেন্সটা দেখুন

দিল্লি: একবার টাকা দিয়ে সারা বছর নিশ্চিন্ত। দীর্ঘ মেয়াদে গ্রাহকদের পরিষেবা দিতে এই রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল, রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। জানুন, কোনটা…

দিল্লি: একবার টাকা দিয়ে সারা বছর নিশ্চিন্ত। দীর্ঘ মেয়াদে গ্রাহকদের পরিষেবা দিতে এই রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল, রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। জানুন, কোনটা আপনার জন্য বেশি লাভজনক?

যদি এখানে এক বছরের স্কিমে BSNL এর সঙ্গে রিলায়েন্স জিও ও এয়ারটেলের তুলনা করা হয়।

বিএসএনএল ২৩৯৫ টাকার প্ল্যান। মেয়াদ ৩৯৫ দিন।
ডেটা ২ জিবি/দিন।
ভয়েস আনলিমিটেড।
হ্যাঁ, অন্য যেকোনও বার্ষিক পরিকল্পনার চেয়ে প্রায় এক মাস বেশি প্ল্যান দিচ্ছে বিএসএনএল। রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের তুলনায় ডেটা প্ল্যান অনেক সস্তা এখানে। তবে কানেকশনের দিকে থেকে জিও এবং এয়ারটেল এর থেকে পিছিয়ে কোম্পানি।

যেমন এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যান। মেয়াদ ৩৬৫ দিন। ডেটা ২জিবি/দিন।
ভয়েস আনলিমিটেড।

রিলায়েন্স জিওর ৩৫৯৯ টাকার প্ল্যান। মেয়াদ ৩৬৫ দিন। ডেটা ২.৫জিবি/দিন
ভয়েস: আনলিমিটেড।

Vodafone Idea ৩৬৯৯ টাকার প্ল্যান। মেয়াদ ৩৬৫ দিন। ডেটা ২জিবি/দিন।
ভয়েস আনলিমিটেড।

এবার কোনও প্ল্যান বাছার আগে নিজে তুলনা করে তারপর সিদ্ধান্ত নিন।