ডেডলাইনের পরে ITR জমা করলেও “নো ফাইন”! কী করে?

দিল্লি: ৩১ জুলাইয়ের পরে ITR জমা করলেও ফাইন লাগবেনা! কিন্তু কাদের ক্ষেত্রে ছাড়? ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। সমস্ত…

Picsart 24 07 02 21 17 10 295

দিল্লি: ৩১ জুলাইয়ের পরে ITR জমা করলেও ফাইন লাগবেনা! কিন্তু কাদের ক্ষেত্রে ছাড়?

২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। সমস্ত করদাতাদের ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা করতে হবে, জমা করতে হবে ITR ফাইল। তবে যারা এই সময়ের মধ্যে ITR জমা করবেন না, তাদের জরিমানা দিতে হতে পারে। কিন্তু সবাইকে যে জরিমানা দিতে হবে তা নয়। Belated ITR এর জন্য সেই করদাতাকে দেরির কারনে ৫০০০ টাকা জরিমানা দিতে হয়। তবে যাদের বার্ষিক আয় ৫ লাখের মধ্যেই থাকে, তাদের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা জরিমানা দিতে হবে। মনে রাখতে হবে এই জরিমানা দিতে নাও হতে পারে, যদি ITR ফাইলিংয়ের সময় কোনও কর প্রদেয় না থাকে। লেট ফাইনের টাকা জমা দেওয়ার চালান ITR এ জুড়ে দিলে পরেই সেই ITR কে বিলেটেড আইটিআর হিসেবে গণ্য করা হবে।

আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *