জীবনবিমায় আর্থিক ক্ষতি, গ্রাহক সুরক্ষায় বড় পদক্ষেপ IRDAI-এর

জীবনবিমায় আর্থিক ক্ষতি, গ্রাহক সুরক্ষায় বড় পদক্ষেপ IRDAI-এর

imagesmissing

কলকাতা: করোনা রুখতে চলছে লকডাউন৷ লকডাউনের গেরোয় থমকে জনজীবন৷ মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি! চরম প্রভাব পড়ছে শেয়ার বাজারে৷ আর এই পরিস্থিতিতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন দেশের কয়েক কোটি জনতা৷ সাধারণ জনতার সমস্যার কথা মাথায় রেখে এবার বড়সড় উদ্যোগ নিল আইআরডিএআই৷

এই মুহূর্তে বাজারচলতি বহু জীবনবিমা গ্রাহক ইউনিট লিঙ্কড পলিসি বা ইউলিপ কিনেছেন৷ এই পলিসিগুলি প্রত্যক্ষভাবে শেয়ার বাজারের উপর নির্ভরশীল৷ শেয়ারের দর পড়ে যাওয়ায় বড়সড় ক্ষতি হচ্ছে ইউনিট লিঙ্কড পলিসির গ্রাহকদের৷ গ্রাহককে ক্ষতির পরিমাণ কমাতে এবার উদ্যোগ নিল ইনসিওরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএআই৷

আইআরডিএআই জানিয়েছে, গ্রাহক যদি চান, তিনি তাঁর পলিসির মেয়াদ শেষ হয়ে গেলেও পুরো টাকা নাও তুলতে পারেন৷ লোকসান কমাতে আরও ৫ বছর পর্যন্ত ওই টাকা বাজারে খাটাতে পারেন গ্রাহকরা৷ বাজার চাঙ্গা হলে, শেয়ারের দাম বাড়লে সেই ক্ষতি কিছুটা হলেও কমতে পারে৷ তখন লাভের পরিমাণ বুঝে টাকা তোলার সুযোগ পাবেন গ্রাহক৷ মূলত যে সমস্ত গ্রাহক শেয়ার বাজার নির্ভর জীবনবিমা পলিসির মেয়াদ আগামী ৩১ মে মাসের মধ্যে শেষ হবে যাবে, শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে৷ জীবনবিমা সংস্থাগুলি গ্রাহকদের যাতে এই সুবিধা দেয়, তারই নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে আইআরডিএআই৷

কী এই ইউনিট লিঙ্কড পলিসি? ধরা যাক কোনও গ্রহক পলিসির মাধ্যমে ১০০টি ইউনিট কিনেছেন৷ সংস্থার ইউনিটগুলির নেট অ্যাসেট ভালু যদি ১০ টাকা হয়, গ্রাহকের মোট পাওনা হয় হওয়ার কথা ১০০০ টাকা৷ যদি নেট অ্যাসেট ভালু কমে গেলে গ্রাহকের মোট পাওয়া কমে যাবে৷ তবে, এই ক্ষতি রুখতে কোনও গ্রাহক চাইলে শেয়ার বাজারের ভবিষ্যৎ বুঝে সেই টাকা আরও কয়েক বছরের জন্য রাখতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *