বাড়িতে চুরি হলে রেল যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC

নয়াদিল্লি: ট্রেনে সফর চলাকালীন যাত্রীর বাড়িতে চুরি হলেক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি৷ পাওয়া যাবে অন্তত এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ৷ তবে, এই সুযোগ মিলবে আইআরসিটিসি পরিচালিত দু’টি তেজস এক্সপ্রেসের ক্ষেত্রেই৷ আইআরসিটিসির তরফে এহেন ঘোষণার পর রেলের তরফেও জানানো হয়েছে, ধাপে ধাপে এই একই ব্যবস্থা রাজধানী থেকে শুরু করে শতাব্দী ও দুরন্তের মতো এক্সপ্রেসেও তা চালু করা হতে

3 stocks recomended

বাড়িতে চুরি হলে রেল যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC

নয়াদিল্লি: ট্রেনে সফর চলাকালীন যাত্রীর বাড়িতে চুরি হলেক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি৷ পাওয়া যাবে অন্তত এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ৷ তবে, এই সুযোগ মিলবে আইআরসিটিসি পরিচালিত দু’টি তেজস এক্সপ্রেসের ক্ষেত্রেই৷ আইআরসিটিসির তরফে এহেন ঘোষণার পর রেলের তরফেও জানানো হয়েছে, ধাপে ধাপে এই একই ব্যবস্থা রাজধানী থেকে শুরু করে শতাব্দী ও দুরন্তের মতো এক্সপ্রেসেও তা চালু করা হতে পারে৷

কিন্তু, কীভাবে মিলবে ক্ষতিপূরণ? আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, ট্রেনে সফরের সময় তালাবন্ধ বাড়িতে চুরি হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সত্যতা যাচাই করে তবেই দেওবা হবে ক্ষতিপূরণ৷

বেসরকারি ট্রেন সফরে যাত্রী টানতে আইআরসিটিসির এই সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷ যদিও এর আগে আইআরসিটিসি রেল সফরের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত যাত্রী বিমা চালু করা হয়েছে৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন বাড়িতে চুরির ক্ষেত্রে ক্ষতিপূরণ৷

বর্তমানে দু’টি তেজস এক্সপ্রেসের চালানোর দায়িত্ব পেয়েছে আইআরসিটিসি৷ দিল্লি-লখনউ রুটে চলছে দেশের প্রথম বেসরকারি ট্রেন৷ আগামী বছরের শুরুতে আমেদাবাদ-মুম্বই রুটের তেজস চালানোর দায়িত্ব দিচ্ছে এই সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =