প্রথম দিনেই টাকা ডবল! স্টক মার্কেটে ঝড় তুলল এই কোম্পানির IPO

নয়াদিল্লি: এন্ট্রিতেই ধামাকা! স্টক মার্কেটে মহারাজকীয় প্রবেশ ঘটল ভিএল ইনফ্রাপ্রোজেক্টস লিমিটেডের।  প্রায় ডবল রিটার্ন পেলেন লগ্নিকারীরা। আগামী দিনে এই সংস্থার শেয়ারের দর আরও বাড়বে বলেই…

Heritage Food stock price fall

নয়াদিল্লি: এন্ট্রিতেই ধামাকা! স্টক মার্কেটে মহারাজকীয় প্রবেশ ঘটল ভিএল ইনফ্রাপ্রোজেক্টস লিমিটেডের।  প্রায় ডবল রিটার্ন পেলেন লগ্নিকারীরা। আগামী দিনে এই সংস্থার শেয়ারের দর আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

 

গতকাল, অর্থাৎ ৩০ জুলাই শেয়ার বাজারে অভিষেক ঘটে ভিএল ইনফ্রাপ্রোজেক্টসের৷ আর শুরুতেই ৯০ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয় এর শেয়ার। লিস্টিংয়ের সময়ে দাম উঠেছিল ৭৯.৮০ টাকা। বলে রাখি, সংশ্লিষ্ট সংস্থার ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিওর প্রাইস ব্যান্ড ছিল মাত্র ৪২ টাকা।

 

আইপিও-র মাধ্যমে ৪৪.১০ লাখ নতুন শেয়ার বাজার ছেড়েছিল এই সংস্থা৷ গত কয়েক বছরে ৩০টির বেশি প্রকল্প সম্পূর্ণ করেছে৷ মোট বরাত ছিল ১০৪.৮৬ কোটি টাকার৷ বর্তমানে ১৫টি প্রকল্পে কাজ করছে ভিএল ইনফ্রা। সব মিলিয়ে প্রাপ্ত অর্থের পরিমাণ ৩৩৮.৮০ কোটি টাকা৷

 

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)