বাজেটের পরেই এই IPO-তে ১০০ শতাংশ রিটার্ন!

মুম্বই: বাজেটের পরেই এই IPO-তে টাকা ডবল! ৯০ শতাংশ প্রিমিয়াম সহ স্টক মার্কেটে লিস্টিং হল কাটারিয়া ইন্ডাস্ট্রিজ নামের একটি কোম্পানির৷ ফলে বাম্পার রিটার্ন পেলেন লগ্নিকারীরা…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

মুম্বই: বাজেটের পরেই এই IPO-তে টাকা ডবল! ৯০ শতাংশ প্রিমিয়াম সহ স্টক মার্কেটে লিস্টিং হল
কাটারিয়া ইন্ডাস্ট্রিজ নামের একটি কোম্পানির৷ ফলে বাম্পার রিটার্ন পেলেন লগ্নিকারীরা শুধু তাই নয়, আগামী দিনে শেয়ারটির দর আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

চলতি বছরের ১৬ জুলাই খুলেছিল কাটারিয়া ইন্ডাস্ট্রিজের আইপিও সাবস্ক্রিপশনের উইন্ডো ১৯ জুলাই পর্যন্ত এতে লগ্নির সুযোগ পেয়েছিলেন খুচরো লগ্নিকারীরা৷ আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৫৪.৫৮ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে এই সংস্থা৷ বুধবার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয় কাটারিয়া ইন্ডাস্ট্রিজের
এর আইপিও-র মোট সাবস্ক্রিপশন হয়েছে ৩৯৩.৮৭ গুণ৷ যার মধ্যে খুচরো বিনিয়োগকারীরা তাঁদের জন্য
বরাদ্দ থাকা শেয়ারের ২৭৪.৬১ গুণ করেছেন সাবস্ক্রিপশন৷

মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।