Aajbikel

এবার EPF-এ কমতে পারে সুদের হার, আশঙ্কায় ৬.৫ কোটি জনতা

 | 
এবার EPF-এ কমতে পারে সুদের হার, আশঙ্কায় ৬.৫ কোটি জনতা

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে লাগাতার লকডাউনে ধুঁকছে দেশের অর্থনীতি৷ ইতিমধ্যে বিশ্বজুড়ে মহামন্দার আভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা৷ কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠকে রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে বাজার চাঙ্গা করার চেষ্টা করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস৷ ৪ বেসিস পয়েন্ট থেকে কমে রিভার্স রেটো রেটের হার দাঁড়াল ৩.৭৫%৷ তবে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে৷ দেশের জাতীয় বৃদ্ধির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে৷ আর্থিক প্যাকেজের ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা হলেও আশঙ্কার মেঘ জমেছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফে৷

স্বল্প সঞ্চয়ের পর এবার কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হারে বড়সড় কোপ পড়তে চলেছে৷ পর্যবেক্ষক মহলের আশঙ্কা, লকডাউনের জেরে আর্থিক সঙ্কট মোকাবিলায় এক বছরে ২ বার কমাতে পারে ইপিএফের সুদ৷ সুদ কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ যদিও এর আগে গত ৫ মার্চ সুদের হার কমিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, ইপিএফে সুদ নিয়ে কর্মী মহলে আকাশছোঁয়া চাহিদা তৈরি হয়েছিল৷ তা কমাতেই সুদে কোপ দেওয়া হয়েছে৷ যদিও তখনও করোনা প্রভাব মাহামারী পরিস্থিতি নেয়নি৷ আর এখন তো পরিস্থিতি একেবারে আলাদা৷

গত ৫ মার্চ ১৯-২০ অর্থবর্ষে ইপিএফের সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ ইপিএফও’র অছি পরিষদ লাগাতার সুদ কমিয়ে চলেছে৷ ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে এখন সুদের হার ঠেকেঠে ৮.৫ শতাংশে৷ লকডাউন পরিস্থিতির জেরে এবার সেই হার আরও কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে৷ করোনা পরবর্তী পরিস্থিতিতে শেষমেশ এই আশঙ্কা যদি সত্যিই কার্যকর হয়, তাহলে চরম সমস্যার পড়বেন দেশের প্রায় সাড়ে ৬ কোটি ইপিএফ গ্রাহক৷ কেননা, দীর্ঘ দিনের লকডাউনের জেরে ইতিমধ্যে প্রশ্নের মুখে কর্মসংস্থান৷ এপ্রিলের বেতন নিয়েও রয়েছে ধোঁয়াশার৷ তার উপর যদি সুদের হারে কোপ পড়ে, তাহলে কোথায় যাবে মধ্যবিত্ত জনতা? উঠছে প্রশ্ন৷ তবে, সুদ কমাতে গেলে ইপিএফের অছি পরিষদকে বৈঠকে বসতে হবে৷ দ্বিতীয় দফার লকডাউন উঠে যাওয়ার পর এই নিয়ে অছি পরিষদ বৈঠক ডাকতে পারে বলে ইপিএফও সূত্রে খবর৷

Around The Web

Trending News

You May like