৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও পিএফের সুদ

কলকাতা: পিএফের ৮.৬৫ শতাংশ নতুন হারে সুদ ঘোষণা হলেও তিন মাস পেরলে গেলেও ৫ কোটি গ্রাহকের খাতায় সুদ জমা করাতে পারেনি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ পিএফের পাশবুক আপডট করেও মিলছে না সুদের পরিমাণ৷ তবে পিএফের আধিকারিকরা দাবি, শীঘ্রই দিল্লি থেকে সুদ বাবদ ওই টাকা অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হবে৷ গত ফেব্রুয়ারিতে ২০১৮-১৯

3 stocks recomended

৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও পিএফের সুদ

কলকাতা: পিএফের ৮.৬৫ শতাংশ নতুন হারে সুদ ঘোষণা হলেও তিন মাস পেরলে গেলেও ৫ কোটি গ্রাহকের খাতায় সুদ জমা করাতে পারেনি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ পিএফের পাশবুক আপডট করেও মিলছে না সুদের পরিমাণ৷ তবে পিএফের আধিকারিকরা দাবি, শীঘ্রই দিল্লি থেকে সুদ বাবদ ওই টাকা অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হবে৷

গত ফেব্রুয়ারিতে ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য সুদের হার ঘোষণা করে ইপিএফও৷ লোকসভা ভোট চলে আসায় কিছুটা সমস্যায় পড়ে সুদ দেওয়ার বিষয়টি৷ যদিও এখন তা দিতে সমস্যা থাকার কথা নয় বলেই মনে করছেন দপ্তরের কর্তারা৷ আগে আর্থিক বছরের গোড়াতেই গ্রাহকের অ্যাকাউন্টে সুদ চলে আসত৷ কিন্তু নতুন সফটওয়্যারের উপর ভিত্তি করে দেশজুড়ে কাজ চালাচ্ছে পিএফ দপ্তর, তা অনেক সময়ই ঠিকভাবে কাজ করছে না৷ আর তার গেরোতেও সুদ দেওয়ার বিষয়টি আটকে থাকতে পারে বলে অনুমান করছেন কর্তাদের৷ চলতি আর্থিক বছরের ৩ মাস পেরিয়ে গেলেও ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার বিষয়ে টালবাহানা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =