Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

Infosys q4 results বেঙ্গালুরু: ইনফোসিস ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাদের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে মাত্র ৩ শতাংশ৷  যা কোম্পানিটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দুর্বল পূর্বাভাস৷ এই ফলাফলের…

infosys q4 results

Infosys q4 results

বেঙ্গালুরু: ইনফোসিস ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাদের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে মাত্র ৩ শতাংশ৷  যা কোম্পানিটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দুর্বল পূর্বাভাস৷ এই ফলাফলের পেছনে রয়েছে বিশ্ব  অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন শুল্ক-সংক্রান্ত উদ্বেগ৷

Infosys q4 results: Infosys results

ইনফোসিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভলাটিলি থাকার কারণে গ্রাহকরা এখন আরও সতর্কতার সঙ্গে ব্যয় করছেন, বিশেষ করে অতিরিক্ত বা ডিসক্রেশনারি খাতে। এর ফলে খরচ কমানো এবং ভেন্ডর কনসলিডেশনের মতো বিষয় নিয়ে আলোচনা বাড়ছে। যদিও রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দুর্বল হলেও চতুর্থ ত্রৈমাসিকে ইনফোসিস তাদের মুনাফার মার্জিন গাইডেন্স ২০-২২% আগের মতোই রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে ইনফোসিস ১-৩% রাজস্ব প্রবৃদ্ধির আশা করেছিল।

Infosys q4 results: Infosys q4 results 2025

গত ১৬ বছরে ইনফোসিসের সবচেয়ে খারাপ ফলাফল দেখা গিয়েছিল ২০০৯-১০ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়। তখন বৃদ্ধি নেমে এসেছিল ৩ শতাংশে।

এই হতাশাজনক পূর্বাভাসের কারণে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে (NYSE) ইনফোসিসের আমেরিকান ডিপোজিটারি রসিদ (ADR)-এর মূল্য প্রাথমিক লেনদেনে প্রায় ৩% কমে যায়।

Infosys q4 results: Infosys news

২০২৪-২৫ অর্থবছরে ইনফোসিসের বার্ষিক রাজস্ব ৪.২% বেড়েছে, যা তাদের নির্ধারিত ৪.৫-৫% লক্ষ্যমাত্রার নিচে। মার্চ কোয়ার্টারে ইনফোসিসের রাজস্ব বছরও ভিত্তিতে ৪.৮% বেড়েছে, কিন্তু আগের কোয়ার্টারের তুলনায় ৩.৫% হ্রাস পেয়েছে।

একই সময় প্রতিদ্বন্দ্বী সংস্থা TCS-এর রাজস্ব বেড়েছে ৪.২% (কনস্ট্যান্ট কারেন্সিতে) এবং উইপ্রোর রাজস্ব ২.৩% কমেছে।

গত অর্থবছরে ইনফোসিসের মুনাফার মার্জিন ০.৫% বেড়ে ২১.১% হয়েছে, তবে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে ০.৩% কমেছে।

Infosys q4 results: Infosys share

ইনফোসিসের সিইও সালিল পারেখ বলেন, “বর্তমান পরিস্থিতি অনিশ্চিত। তাই আমরা পরিবর্তনের দিকে নজর রেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে চাই। সাম্প্রতিক কোয়ার্টারগুলিতে যেসব চুক্তি করেছি, সেগুলোর বাস্তবায়ন চলছে। অর্থনৈতিক চিত্রে পরিবর্তনের কারণে গ্রাহকদের সঙ্গে খরচ কমানো ও কনসলিডেশনের আলোচনা বাড়ছে। তবে এখনও পর্যন্ত বড় কোনও পরিবর্তন চোখে পড়েনি। আমাদের পূর্বাভাসে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।”

গত অর্থবছরে ইনফোসিস ১১.৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে, যা আগের বছরের তুলনায় ৩৪% কম। বেতন বাড়ানোর বিষয়ে ইনফোসিসের সিএফও জয়েশ সাংরাজিকাও নতুন করে কিছু বলেননি। তবে তিনি জানান, জানুয়ারি ও এপ্রিল মাসে পূর্বনির্ধারিত ইনক্রিমেন্ট অনুযায়ীই কোম্পানি এগোচ্ছে। কোম্পানির অ্যাট্রিশন রেট বা কর্মী ছাড়ার হার মার্চ কোয়ার্টারে বেড়ে ১৪.১% হয়েছে, যা ডিসেম্বরে ছিল ১৩.৭%।

infosys q4 results

এই মুহূর্তে (17 এপ্রিল) ইনফোসিস ক্লোজ হয়েছে ১৪১৯ টাকায়৷ চার্টপ্যাটান বলছে, ১১৯০ থেকে ১৩৬৪-এর স্তরে বড় সাপোর্ট রয়েছে ইনফোসিসের৷ সুইং ট্রেডে প্রাথমিক ভাবে ১৭০০ টাকা পর্যন্ত লক্ষ্যমাত্র থাকতে পারে৷ তবে মনে রাখতে হবে, এই প্রতিবেদন কোনও ভাবেই কোনও স্টক কেনা-বেচার জন্য সুপারিশ করে না৷ শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ দিন এবং ঝুঁকি অবশ্যই পর্যালোচনা করুন৷

infosys share

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন