স্টক মার্কেটে এই সময় বিনিয়োগ করলেই কোটিপতি? ডিটেইলে জানুন

দিল্লি: বাজারে বিনিয়োগ করার সঠিক সময় কোনটা? কখন স্টক কিনলে লাভ বেশি পাওয়া যায়, আর কখন বেচলেই বা বেশি মুনাফা আসে? যে সমস্ত ব্যক্তি ইন্ট্রাডে-তে…

Heritage Food stock price fall

দিল্লি: বাজারে বিনিয়োগ করার সঠিক সময় কোনটা? কখন স্টক কিনলে লাভ বেশি পাওয়া যায়, আর কখন বেচলেই বা বেশি মুনাফা আসে?

যে সমস্ত ব্যক্তি ইন্ট্রাডে-তে একইদিনে শেয়ার কেনা-বেচা করেন, তাদের জন্য বলা হয় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে শেয়ার কেনা সবথেকে ভাল। যদি আপনি শেয়ারের সব দিন দেখাশোনার পর এই সময় নির্ধারণ করে থাকেন, তাহলে তা সকাল ১১টা পর্যন্ত বাড়ানো যায়। কেউ কেউ বলেন সোমবারই হল স্টক কেনার ভাল দিন। আবার অনেকে বলেন শুক্রবার স্টক বিক্রি করার সবথেকে ভাল দিন। কিন্তু এসব ধারণা ভুল।শেয়ার বাজার পুরোটাই চাহিদা এবং সরবরাহের নীতিতে চলে, ফলে এখানে কোনও এমন নির্দিষ্ট দিন নেই যেখানে শেয়ার কিনলে ভাল হয়। তবে হ্যাঁ, যে শেয়ার কিনতে চাইছেন তাঁর দামের দিকে খেয়াল রাখা দরকার, তাহলেই বোঝা যাবে ঠিক কখন এই শেয়ার কিনলে ভালো হয়।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর জানতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল।। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।