কাজে এল না কেন্দ্রের প্যাকেজ, মুখ থুবড়ে পরল শেয়ার বাজার

কাজে এল না কেন্দ্রের প্যাকেজ, মুখ থুবড়ে পরল শেয়ার বাজার

3 stocks recomended

নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে করোনা মহামারী রুখতে আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রথম দফায় ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ কিন্তু সরকারের এই ঘোষণা ভারতীয় বাজারকে চাঙ্গা করতে কার্যত ব্যর্থ৷ ফের মুখ থুবড়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার৷

আজ বাজার খোলার পর সেন্সেক্স মেনেছে ৬০৫ পয়েন্ট৷ শেয়ার সূচক ৩১৫০০ পয়েন্টের কাছাকাছি ঘুরছে৷ ২% পড়ে গিয়েছে নিফটি আইটি ইন্ডেক্স৷ নিফটি পড়ে গিয়েছে প্রায় ৫ শতাংশ৷ দেশের বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস, টেক মাহিন্দ্রা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মতো একাধিক সংস্থার শেয়ার মূল্য প্রায় ৩ শতাংশ করে পড়ে গিয়েছে৷ বিএসসি মিডক্যাপ পড়েছে ০.৩% স্মল ক্যাপ ইন্ডেক্স নেমেছে ০.২%। ১৮টি বড় সংস্থা তাদের শেয়ার সূচক মারাত্মক হারে পড়ে গিয়েছে৷

বাজারের এই অবস্থা দেখে প্রশ্ন উঠছে, ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রের তরফে এত বড় বড় ঘোষণা করার পরেও আদৌ কী কোনও ফল পাওয়া গেল? ফলাফল কি শূন্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *