কমল নেট প্রফিট! কত ডিভিডেন্ড ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল?

কমল নেট প্রফিট! কত ডিভিডেন্ড ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল?

দিল্লি: ত্রৈমাসিক আর্থিক ফল ভাল হল না। নেট প্রফিট ৪০ শতাংশ কমে ৪৮৩৭.৬৯  কোটিতে দাঁড়িয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর। মঙ্গলবার FY24 এর চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশ করেছে কোম্পানি। কত ডিভিডেন্ড ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল? 

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি আগের ত্রৈমাসিকে ৮০৬৩.৩৯ টাকার নেট লাভ করেছে। ইন্ডিয়ান অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ সালের জন্য প্রতিটি ১০ টাকার ফেস ভ্যালু মূল্যের ইক্যুইটি শেয়ার প্রতি ৭ টাকার চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে। এজিএমে ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ প্রদান করা হবে। ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড তারিখ যথা সময়ে জানাবে কোম্পানি। 

বুঝেশুনে ইনভেস্ট করুন। হাতে কলমে শেয়ার বাজার শিখে স্টক মার্কেটে ইনভেস্ট করতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *