নয়াদিল্লি: আগামী তিন বছরে দেশের সংবাদ ও বিনোদন ব্যবসার আনুমানিক ৩.৭৩ লক্ষ কোটি টাকা ছোঁবে বলে অ্যাসোচ্যাম ও প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) এক যৌথ রিপোর্টে জানিয়েছে৷ জনসাধারণের অতিরিক্ত ক্রয়ক্ষমতা ও প্রিন্ট-ডিজিটাল সব মাধ্যমে কনটেন্ট ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলেই এটা সম্ভব হবে বলে মন্তব্য করা হয়েছে৷
ফলে, আগামী তিন বছরের মধ্যে বিশ্বের প্রথম ১০টি ভিডিও ওটিটি বাজারের মধ্যে স্থান করে নেবে ভারত৷ এই ব্যবসার পরিমাণ হবে ৫,৩৬৩ কোটি টাকা৷ অ্যাসোচ্যাম-পিডব্লিউসি রিপোর্ট বলছে, ভারতের বিনোদন ও গণমাধ্যম ক্ষেত্র ২০১৭ সালে ২.১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে৷ ২০২২ সালে তা প্রায় ৩.৭৩ লক্ষ কোটি টাকা হবে৷ ২০২২ সালের মধ্যে ভারতের ওটিটি ক্ষেত্র বার্ষিক ২২.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ১,৯৩২ কোটি টাকা থেকে ৫,৩৬৩ কোটি টাকা হবে। ভারতে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ও ইন্টারনেট ব্যবহারের খরচ কমে যাওয়ায় ভিডিও-অন-ডিমান্ড পরিষেবা বাড়ছে৷