রকেট গতিতে এগোচ্ছে ভারত, মোদিকে সার্টিফিকেট মার্কিন সংস্থার

মুম্বই:মোদি সরকারের আর্থিক নীতিতে বড়সড় সার্টিফিকেট দিল মার্কিন সংস্থা৷ মোদি সরকারের মুখে হাসি ফুটিয়ে মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, রাজনৈতিক স্থিতাবস্থা ও পরিকাঠামো উন্নয়নের বাধা কাটা ভারত চলতি অর্থবর্ষে রকেট গতিতে এগিয়ে যাবে বলে রিপোর্ট প্রকাশ মার্কিন সংস্থার৷ মার্কিন সংস্থা গোল্ডম্যান স্যাচস তাদের রিপোর্টে জানিয়েছে, গত আর্থিক বছরের শেষ তিন মাসে বৃদ্ধির হার কমলেও চলতি

3 stocks recomended

রকেট গতিতে এগোচ্ছে ভারত, মোদিকে সার্টিফিকেট মার্কিন সংস্থার

মুম্বই:মোদি সরকারের আর্থিক নীতিতে বড়সড় সার্টিফিকেট দিল মার্কিন সংস্থা৷ মোদি সরকারের মুখে হাসি ফুটিয়ে মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, রাজনৈতিক স্থিতাবস্থা ও পরিকাঠামো উন্নয়নের বাধা কাটা ভারত চলতি অর্থবর্ষে রকেট গতিতে এগিয়ে যাবে বলে রিপোর্ট প্রকাশ মার্কিন সংস্থার৷

মার্কিন সংস্থা গোল্ডম্যান স্যাচস তাদের রিপোর্টে জানিয়েছে, গত আর্থিক বছরের শেষ তিন মাসে বৃদ্ধির হার কমলেও চলতি ২০১৯-২০২০ অর্থবর্ষে ভারতের জাতীয় বৃদ্ধি ৭.২ শতাংশে পৌঁছতে পারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দামে কমতে থাকা-সহ ভারতের রাজনৈতিক স্থিতাবস্থা ও পরিকাঠামো উন্নয়নে বাধা দূর করার ফলেই জাতীয় বৃদ্ধির হার রকেট গতিতে বাড়তে পারে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷

গত আর্থিক বছরের শেষ তিন মাসে দেশের বৃদ্ধির হার কমে দাঁড়ায় ৫.৮ শতাংশ৷ গত পাঁচ বছরে মোদি শাসনের  সর্বনিম্ন বলেই উল্লেখ করা হয়৷ ২০১৯ অর্থবর্ষের শুরুটা ৬.৮ শতাংশ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ ঋণনীতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ০.২৫ শতাংশ রেপো রেট কমিয়েছেন আরবিআই৷ এই ধারা চলতে থাকলে জাতীয় বৃদ্ধি ৭ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ সেই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে দিয়েছে গোল্ডম্যান স্যাচসের রিপোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =