নয়াদিল্লি: ১০০ দিনের কাজ নিয়ে গ্রাম-বাংলায় কাটমানি থেকে নানান দুর্নীতির অভিযোগ উঠলেও ফের দেশের সেরা বাংলা৷ কেন্দ্রীয় সরকার জানিছে, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রেও সফল রাজ্য হিসেবে উঠে এসেছে বাংলার নাম৷
কেন্দ্রের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ এই দুটি অর্থবর্ষে গোটা দেশের মধ্যে ১০০ দিনের কাজ পেয়েছেন বাংলার বাসিন্দারা৷ কৃষিতে রাজ্যের ফলাফলও বেশ ভালে বলেও জানিয়েছে কেন্দ্র৷ একইভাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইন ২০০৫ বা ১০০ দিনের কাজ মোতাবেক ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে মানুষকে কাজ দেওয়ার পরিমাণ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রে ২০১৭-২০১৮ সালে পশ্চিমবঙ্গে যথাক্রমে ৩১ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার শ্রমদিবস তৈরি হয়েছে৷ যা গোটা দেশে সর্বোচ্চ৷ সরকারি তথ্য বলছে, ২০১৮-২০১৯ অর্থবর্ষে আগের হিসেব টপকে পশ্চিমবঙ্গে ৩৩ কোটি ৮৪ লক্ষ ৬৯ হাজার শ্রমদিবস তৈরি হয়েছে৷