আনলকে চাঙ্গা দেশের ‘বঞ্চিত’ ৫ শিল্প, পথ দেখাচ্ছে আগামীর

আনলকে চাঙ্গা দেশের ‘বঞ্চিত’ ৫ শিল্প, পথ দেখাচ্ছে আগামীর

3 stocks recomended

নয়াদিল্লি: কৃষি, আ‌ইটি, পরিকাঠামো, বিদ্যুৎ, এই সমস্ত বাণিজ্যিক ক্ষেত্রে আরও এক দফায় ছাড় দিল কেন্দ্র৷ রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, লকডাউনের জের কাটিয়ে উল্লেখযোগ্য যে অগ্রগতি পেয়েছে পরিকাঠামো, কৃষি ও কৃষি সংক্রান্ত উৎপাদন, বিদ্যুৎ, সাপ্লাই চেইন ও স্টার্ট আপ এবং তথ্য প্রযুক্তি৷

করোনা মহামারীর জেরে উৎপাদন ক্ষেত্র বড় ধাক্কা খেয়েছে৷ অর্থনৈতিক পরিস্থিতি যা, তাতে দেশের জিডিপি আদৌ ইতিবাচক হবে কি না, সংশয় রয়েছে৷ এই সংশয়ের মধ্যে শুরু হয়েছে আনলক পর্ব৷ তারপর প্রধানত এই ৫টি সেক্টরের হাত ধরে কিছুটা হলে মুখ রক্ষা করতে পেরে দেশের অর্থনীতি৷ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস নিজে জানিয়েছেন, কৃষি ও কৃষি সংক্রান্ত উৎপাদন, পরিকাঠামো, সাপ্লাই চেইন ও স্টার্ট আপ, বিদ্যুৎ ক্ষেত্র এবং তথ্য প্রযুক্তি শিল্প যথেষ্ট আশা দেখাচ্ছে৷ আগামী দিনে অর্থনীতির ততটা মন্দার আশঙ্কা নেই৷ যদিও, এই শিল্পক্ষেত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হলেও দেশে সব থেকে বঞ্চিত কৃষি, আ‌ইটি, পরিকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রে, তা এক বাক্য স্বীকার করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

রিজার্ভ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, ভারতের কৃষি অর্থনীতি বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে৷ গত বছরের থেকে এবার বেশি শস্য উৎপাদন হতে চলেছে৷ ফলে, মন্দা কাটিয়ে প্রায় বেরিয়েই এসেছে কৃষি৷ অপ্রচলিত শক্তিতে ভারত আশাতীতভাবে এগিয়ে গিয়েছে৷ মাত্র ৫ বছরের মধ্যে দ্বিগুণ বেড়েছে এই শিল্প৷ ফলে, আগামী দিনে ভারতের অর্থনীতির চাকা এই ৫টি ক্ষত্রের উপর চলবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ কৃষি দেশকে এগিয়ে নিয়ে গেলেও, দেশ কি কৃষির জন্য বাড়তি পদক্ষেপ নিচ্ছে? প্রশ্ন থেকেই যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =