স্বাস্থ্যবিমা আছে? সাবধান! আরও মহার্ঘ প্রিমিয়াম, ১লা অক্টোবর থেকে কার্যকর

স্বাস্থ্যবিমা আছে? সাবধান! আরও মহার্ঘ প্রিমিয়াম, ১লা অক্টোবর থেকে কার্যকর

3 stocks recomended

কলকাতা: আশঙ্কা আগেই করছিলেন বাজার বিশেষজ্ঞরা৷ এবার সেই আশঙ্কা কার্যকর করে একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল স্বাস্থ্যবিমার প্রিমিয়াম৷ ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি স্বাস্থ্যবিমা প্রকল্পে ওই খরচ আরও বাড়ানোর সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে প্রবীণ থেকে সাধারণ জনতার৷

নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহক নতুন করে এই সংস্থা থেকে পলিসি কিনবেন, তাঁদের এখনই বাড়তি টাকা দিতে হবে৷ যাঁরা পুরনো গ্রাহক আছেন, আগামী মাসে বিমা রিনিউয়ালের সময় গুনতে হবে বাড়তি টাকা৷এর এতেই বিপাকে পড়েছেন প্রবীণ থেকে সাধারণ জনতা৷

ন্যাশনাল ইনসিওরেন্স পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ব্যবসা করে৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্সের হলেও, এরাজ্যে তাদের ব্যবসা তুলনামূলক কম৷ কিছুদিন আগেও তাদের প্রিমিয়াম ছিল কিছুটা কম৷  কিন্তু, আচমকা ওই সংস্থা প্রিমিয়াম বাড়িয়ে দেওয়ায় বহু এজেন্ট ন্যাশনাল ইনসিওরেন্সে চলে আসেন৷ কিন্তু, সেখানেও বিপত্তি৷ করোনা আবহে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে প্রিমিয়াম৷

ন্যাশনাল ইনসিওরেন্স গত জুলাই মাস থেকে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাড়ানোর কথা ঘোষণা করে৷   কিন্তু, নানান ছাড় থাকার কারণে এবার আগামী ১ অক্টোবর থেকে রিনিউয়ালের নতুন হারে খরচ মেটাতে হবে গ্রাহকদের৷ কম বয়সিদের ক্ষেত্রে বিমা কেনার ক্ষেত্রে খরচের বহর বিরাট বাড়েনি৷ কিন্তু বেশি বয়সের ক্ষেত্রে প্রবীণরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন৷ ৬০ বছরের বেশি বয়সিদের জন্য প্রিমিয়াম হয়ে যাবে প্রায় দ্বিগুণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *