এই রাজ্যের মানুষদের এক টাকাও কর দিতে হয় না! কেন জানেন?

কলকাতা: সিকিম হল ভারতের একমাত্র রাজ্য যেখানে মানুষদের কোনও আয়কর দিতে হয় না সরকারকে। সেখানে মানুষ যদি কোটি টাকাও উপার্জন করেন, তাহলেও এক টাকাও কর…

কলকাতা: সিকিম হল ভারতের একমাত্র রাজ্য যেখানে মানুষদের কোনও আয়কর দিতে হয় না সরকারকে।

সেখানে মানুষ যদি কোটি টাকাও উপার্জন করেন, তাহলেও এক টাকাও কর দিতে হবে না। হ্যাঁ, ভারতের একমাত্র আয়কর-মুক্ত রাজ্য সিকিম। আসলে সিকিম যখন ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই সময় এই শর্তই আরোপ করা হয়েছিল। সিকিমের বাসিন্দারা ১৯৭৫ সালের অন্তর্ভুক্তি চুক্তি এবং সংবিধানের ৩৭১এফ ধারার অনুসারে করের আওতায় পড়েন না। এই রাজ্যের বাসিন্দাদের উপর ১৯৬১ সালের আয়কর আইন কার্যকর হয় না।

১৯৭৫ সালে সিকিম ভারতের সঙ্গে সংযুক্ত হয়। সেই সময় সিকিমের শর্ত ছিল যে তারা শুধু তাদের পুরনো নিয়ম-নীতিই মেনে চলবে এবং স্পেশাল স্টেটাসে থাকবে। আর তাই আয়কর আইনের আওতার বাইরেই থেকেছে সিকিম। সিকিউরিটিজ এবং ডিভিডেন্ড থেকে আয় করলেও তাদের কোনও কর দিতে হয় না। তবে ১৯৭৫ সালের আগে থেকে যে সমস্ত অধিবাসী সিকিমে বসবাস করছেন, তারাই কেবল এই সুবিধে পাবেন।