ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে? ঘরে বসেই চেক করার দারুন উপায়

দিল্লি: সহজ উপায়েই ঘরে বসে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে কি না, তা চেক করা যেতে পারে। স্টেপ ১-সবার প্রথমে আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservi-এ…

দিল্লি: সহজ উপায়েই ঘরে বসে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন এসেছে কি না, তা চেক করা যেতে পারে।

স্টেপ ১-সবার প্রথমে আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservi-এ যেতে হবে এবং লগ ইন করতে হবে।
স্টেপ ২-আয়কর বিভাগের ইফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservi-তে লগ ইন করতে ইউজার আইডি, প্যান নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করতে হবে। এরপর লগ ইন করতে হবে।
স্টেপ ৩-এরপর ‘ই-ফাইলিং’ অপশনের মধ্যে থাকা ‘ফাইল করা রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪-এরপর নিজেদের করা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের বিবরণ দেখে নিতে হবে। এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের বিবরণ দেখার জন্য ‘View Details’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৫-যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জারি করে দেওয়া হয়, তাহলে সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিলের বিবরণ, রিফান্ডের পরিমাণ এবং রিফান্ড দেওয়ার তারিখ দেখা যাবে।

এই সহজ উপায়ে ঘরে বসেই জেনে নেওয়া যেতে পারে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের যাবতীয় বিবরণ।