কলকাতা: দীর্ঘ লকডাউনের গেরোয় মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷ কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে, ২০২০-২০২১ সালের বাজেট বরাদ্দ যুক্ত করে করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে তার হিসেব দিয়েছেন অর্থমন্ত্রী৷ বেশ কিছু ছাড় দেওয়ারও ঘোষণা করেছিলেন তিনি৷ এবার আয় করদাতাদের স্বস্তির দিয়ে আরও এক দফায় বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামণ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আয় করদাতা নয়, এমন বকেয়া রিটার্ন দাখিলে ক্ষেত্রে কোনও করম লেট ফাইন নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ আয়কর দাখিলের পর রিটার্ন জমা দেওয়ার ১২০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও কোনও রকম বাড়তি বা লেট ফি নেওয়া যাবে না বলেও জনিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷
জুলাই ২০১৭ থেকে জানুয়ারি ২০১৯ সালের মধ্যে এই সময়কালে অনেকের মধ্যে যাঁদের আয়কর রিটার্ন দাখিল বাকি রয়েছে, কিন্তু করদাতা নয়, এমন বকেয়া রিটার্ন দাখিলের ক্ষেত্রে ফাইন নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ জুলাই ২০১৭ থেকে জানুয়ারি ২০১৯ সালের মধ্যে এই সমস্ত করদাতাদের আয়করে নয়া ঘোষণা করেছেন তিনি৷