সুখবর! কোভিড চিকিৎসায় আয়কর ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের! দেখুন বিজ্ঞপ্তি

সুখবর! কোভিড চিকিৎসায় আয়কর ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের! দেখুন বিজ্ঞপ্তি

3 stocks recomended

নয়াদিল্লি: বেলাগাম করোনা৷ উদ্বেগ বাড়িয়ে করোনা দ্বিতীয় প্রলয়ে জেরবার দেশের অর্থনীতি৷ প্রভাব পড়েছে সাধারণ জনতার পকেটেও৷ করোনা আবহে বাড়ছে চিকিৎসার খরচ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আয়করে বড়সড় স্বস্তি দেওয়া ঘোষণা করল আয়কর বিভাগ৷

করোনা চিকিৎসার খরচে এবার আয়করে মিলবে ছাড়৷ করানো চিকিৎসায় দু’লক্ষ টাকা পর্যন্ত খরচ হলে আয়করে ছাড় মিলবে বলে টুইট করে জানিয়েছে আয়কর বিভাগ৷ চলতি আর্থিক বছরে এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে৷ করোনা আবহে কোভিড চিকিৎসার খরচের আয় করে ছাড় দেওয়া ঘোষণা করদাতাদের স্বস্তি দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ করোনা চিকিৎসায় দু’লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে আয়কর বিভাগ৷

বিজ্ঞপ্তি জারি করে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, দুই লক্ষ টাকার ওপরে যাদের করোনা সংক্রান্ত চিকিৎসার খরচ হবে, সে ক্ষেত্রে তাদের আয়কর ছাড় দেওয়া হবে৷ বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার নথি দাখিল করলে চলতি আর্থিক বছরে এই আয়করের সুযোগ মিলবে বলে জানানো হয়েছে৷ ১ এপ্রিল থেকে ৩১ মের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা করিছিয়েছেন, তাঁদের দু’লক্ষ টাকা চিকিৎসা সংক্রান্ত খরচ হলে বিশেষ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =