কালো টাকার সন্ধানে রাজ্যে ৭০০ সংস্থায় আয়কর হানা

কলকাতা: কালো টাকার উৎস খুঁজতে কি এ রাজ্যকে আর এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় আয়কর দপ্তর? দপ্তর সূত্রের খবর, গত মাস তিনেকের মধ্যে কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭০০টি সংস্থায় হানা দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এর মধ্যে গত মাসেই সেই আয়কর হানার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০। চলতি মাসেও এককাট্টা হয়ে খানাতল্লাশি চলছে

3 stocks recomended

কালো টাকার সন্ধানে রাজ্যে ৭০০ সংস্থায় আয়কর হানা

কলকাতা: কালো টাকার উৎস খুঁজতে কি এ রাজ্যকে আর এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় আয়কর দপ্তর? দপ্তর সূত্রের খবর, গত মাস তিনেকের মধ্যে কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭০০টি সংস্থায় হানা দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।

এর মধ্যে গত মাসেই সেই আয়কর হানার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০। চলতি মাসেও এককাট্টা হয়ে খানাতল্লাশি চলছে জোরকদমে। দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য, এর আগে এত অল্প সময়ে এত সংখ্যক হানা হয়নি এ রাজ্যে। বিদেশে কালো টাকা পাঠানো বা বেনামি সম্পত্তির বাইরে গিয়ে এই হানায় ইতিমধ্যেই হিসাব বহির্ভূত প্রায় ২০০ কোটি টাকার হদিশ পেয়েছে দপ্তর, এমনটাই খবর দপ্তরের অন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =