নয়া মোড়কে ফের রাজ্যে চিটফান্ড ব্যবসার রমরমা, মোটা সুদের টোপ

কলকাতা: মোড়ক বদলে ফের বাজার থেকে টাকা তুলতে শুরু করেছে বেশ কয়েকটি সংস্থা৷ বিদেশে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব বা হেল্থ চেক আপের নামে কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ৷ সারদা-রোজভ্যালির কায়দাতেই বলা হচ্ছে, বেড়াতে না গেলে বা স্বাস্থ্য পরীক্ষা না করালে সুদ সহ মিলবে মোটা অঙ্কের টাকা৷ বেশ কয়েকটি সংস্থা এই কায়দায় বাজার

3 stocks recomended

নয়া মোড়কে ফের রাজ্যে চিটফান্ড ব্যবসার রমরমা, মোটা সুদের টোপ

কলকাতা: মোড়ক বদলে ফের বাজার থেকে টাকা তুলতে শুরু করেছে বেশ কয়েকটি সংস্থা৷ বিদেশে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব বা হেল্থ চেক আপের নামে কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ৷  সারদা-রোজভ্যালির কায়দাতেই বলা হচ্ছে, বেড়াতে না গেলে বা স্বাস্থ্য পরীক্ষা না করালে সুদ সহ মিলবে মোটা অঙ্কের টাকা৷

বেশ কয়েকটি সংস্থা এই কায়দায় বাজার থেকে টাকা তুলছে বলে গোয়েন্দারা জেনেছেন। সিআইএস স্কিমে টাকা তোলার জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি তাদের রয়েছে কি না, তা নিয়ে খোঁজখবর শুরু করেছেন গোয়েন্দারা।
সারদা-রোজভ্যালিকাণ্ড প্রকাশ্যে আসার পর বেশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল চিটফান্ডের কারবার। রাতারাতি পাততাড়ি গুটিয়েছিল একাধিক চিটফান্ড সংস্থা। উধাও হয়ে গিয়েছিলেন এই সমস্ত সংস্থার ডিরেক্টররা। ওই সংস্থাগুলি সিআইএস স্কিমেই টাকা তুলেছিল বলে অভিযোগ।

সেবি, রিজার্ভ ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট কোনও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি তাদের ছিল না। সম্পূর্ণ বেআইনিভাবেই বাজার থেকে টাকা তুলেছিল তারা। এই সমস্ত সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ আমানতকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কয়েকটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =