নয়াদিল্লি: দেশের কলকারখানার মহিলা কর্মীদেরও দেওয়া যাবে নাইট শিফটের ডিউটি৷ তবে তা হতে হবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে৷ সংস্থা-প্রতিষ্ঠান বা কলকারখানার কোনও কর্মচারী কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হলে তাঁকে অথবা দুর্ঘটনার কারণে কর্মীর মৃত্যু হলে তাঁর উত্তরাধিকারীকে অন্তত ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে৷
সারা দেশে একটি ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে কেন্দ্রীয় সরকার৷ যার কমে শ্রমিক-কর্মচারীদের মজুরি দিতে পারবে না সংশ্লিষ্ট রাজ্য সরকার৷ লোকসভায় শ্রমসংক্রান্ত দুটো বিল ‘দ্য কোড অন ওয়েজেস, ২০১৯’ এবং ‘দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, ২০১৯’ পেশ করে এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক৷ লোকসভায় এই বিল পেশের তীব্র বিরোধিতা করে তৃণমূল ও কংগ্রেস দু’পক্ষ৷ বিলদুটিকে শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর দাবি করেছে৷