নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারিপর্যন্ত। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হতে পারে ১ ফেব্রুয়ারি। এদিন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
সামনেই লোকসভা ভোট। তার আগে এটাই হবে লোকসভার শেষ অধিবেশন। তারপর লোকসভা ভেঙে দেওয়া হবে। এই বছরের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।
মোদীর অন্তর্বর্তীকালীন বাজেটে কী থাকবে, তা নিয়ে কৌতূহল নানা মহলে। সামনেই ভোট, তারপর ৫ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে মোদীর দলের। তাই অন্তর্বর্তীকালীন হলেও বাজাটে জনমুখী ঘোষণা হতে পারে। ১ তারিখ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হওয়ার কথা। সেই দিকে লক্ষ্য দেশবাসীর সঙ্গে স্টকহোল্ডারদের।