এক লাফে ৭০০ টাকা বাড়ল সোনার দাম, চাঙ্গা চোরাচালান

কলকাতা: কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না সোনার দামে৷ তার উপর কেন্দ্র সরকারের শুল্ক বৃদ্ধির ঘোষণায় বিয়ের মরশুমে মধ্যবিত্তের মাথায় হাত৷ কেন্দ্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা হতে না হতেই পাকা সোনার ১০ গ্রামের দর ৩৪ হাজার টাকা ছাড়িয়েছিল৷ বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৩৪ হাজার ৫৬০ টাকা৷ এর পর আজও বেশ খানিকটা বেড়েছে সোনার দাম৷ ২৪

3 stocks recomended

এক লাফে ৭০০ টাকা বাড়ল সোনার দাম, চাঙ্গা চোরাচালান

কলকাতা: কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না সোনার দামে৷ তার উপর কেন্দ্র সরকারের শুল্ক বৃদ্ধির ঘোষণায় বিয়ের মরশুমে মধ্যবিত্তের মাথায় হাত৷ কেন্দ্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা হতে না হতেই পাকা সোনার ১০ গ্রামের দর ৩৪ হাজার টাকা ছাড়িয়েছিল৷ বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৩৪ হাজার ৫৬০ টাকা৷ এর পর আজও বেশ খানিকটা বেড়েছে সোনার দাম৷ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ৩৫ হাজার ৮৩০টাকা দাঁড়িয়েছে শনিবার৷ শুক্রবার ছিল ৩৫ হাজার ৩৩০ টাকা৷

গয়নার জন্য ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দামও লাগাম ছাড়া৷ ৩৪ হাজার ২৫ টাকায় ছাড়িয়ে গিয়েছে৷ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম বাড়েছে প্রায় সাড়ে ৭০০ টাকা৷ শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, সোনার আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশের প্রস্তাব পেশ হচ্ছে৷ অর্থমন্ত্রীর এই ঘোষণায় প্রমাদ গুণলেন ব্যবসায়ীরা৷ এমনিতেই প্রতিদিন সোনার দাম রেকর্ড গড়েছে, তার উপর সরকার আমদানি শুল্ক ২.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷ কেন্দ্রের এই প্রস্তাব বাস্তব পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে৷ বাজারে চাহিদা মেটাতে চোরাচালান বাড়বে বলেও মনে করছেন ব্যবসায়ীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 19 =