নয়াদিল্লি: শুক্রবার ৯২ বছরে পদার্পণ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী৷ ইতিমধ্যেই ট্যুইটে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরা৷ আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে নোটবন্দির তিন বছর পূর্তিতে কেন্দ্রের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নোটবন্দির তৃতীয় বর্ষে ‘স্পিকটি নট’ নরেন্দ্র মোদি৷
আজ সকালে আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তায় তাঁর সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নাম না উল্লেখ করে নোটবন্দির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ টুইটারে তিনি লিখেছেন, নোটবন্দির পরেই তিনি এর কুফল নিয়ে মত প্রকাশ করছিলেন৷ যা এখন সাধারণ মানুষ থেকে অর্থনীতিবিদরাও স্বীকার করছে৷
২০১৬ সালে আজকের দিনে নোটবন্দি চালু করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আমি বলেছিলাম দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন এর ফলে বিঘ্নিত হবে। এখন বিশ্বের তাবড় অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ – সবাই একই কথা বলছেন। ১/২
— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2019
সেই দিন অর্থনীতির বিপর্যয় শুরু হয়েছিল আর আজ দেখুন কি পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাঙ্ক সঙ্কটে, অর্থনীতি মন্দায়। সকলে ভুক্তভুগী। কৃষক থেকে মজদুর, ছাত্র থেকে যুব, ব্যবসায়ী থেকে গৃহবধূ – সকলে ২/২
— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2019
Heartiest birthday greetings to LK Advani Ji. Wish you good health and happiness
লালকৃষ্ণ আডবাণী জির জন্মদিনে শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন
— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2019
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকৃষ্ণ আডবানীকে শুভেচ্ছা বার্তায় টুইটারে লিখেছেন, শ্রী লাল কৃষ্ণ আদবানী কয়েক দশক বিজেপির ক্ষমতা বৃদ্ধির কাজ করে গিয়েছেন৷ দল যদি গত বছরগুলিতে ভারতীয় রাজনীতিতে একটি বিশিষ্ট স্থান দখল করে থাকে তবে এটি আদবানীর মতো নিঃস্বার্থ কর্মীদের বহু দশকের কঠোর পরিশ্রমের ফলাফল৷
Shri LK Advani Ji toiled for decades to give shape and strength to the @BJP4India. If over the years, our party has emerged as a dominant pole of Indian politics, it is because of leaders like Advani Ji and the selfless Karyakartas he groomed for decades.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
For Advani Ji, public service has always been associated with values. Not once has he compromised on the core ideology. When it came to safeguarding our democracy, he was at the forefront. As a Minister, his administrative skills are universally lauded.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
প্রধানমন্ত্রী আরও লেখেন, আদবানীজি সর্বদা মূল্যবোধের সাথে যুক্ত ছিলেন৷ এমনকি জীবনে একবারও তিনি তাঁর মূল আদর্শের সঙ্গে আপস করেননি৷ যখনই গণতন্ত্র সুরক্ষার প্রশ্ন এসেছে, তিনি সবার আগে এগিয়ে গেছেন। ওনার প্রশাসনিক দক্ষতা সর্বজন বিদিত৷ তবে এদিন মমতার ট্যুইট কিংবা নোটবন্দির তৃতীয় বছর প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি মোদি৷