করাচি: ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ১২ ঘণ্টার পর তীব্র প্রতিক্রিয়া দিল পাকিস্তান৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জাবাব, ঠিক সময়ে ঠিক জায়গায় জবাব দেবে পাকিস্তান! মঙ্গলবার জরুরি বৈঠক শেষে এমনটাই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এই বিষয়ে বুধবার পাক সংসদে ভাষণ দেবেন ইমরান৷ যে কোনও পরিস্থিতির জন্য সেনা ও দেশবাসীকে তৈরি থাকতে বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷
নিজের ঘরে মার খাওয়ার পর এবার প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি শুরু করে পাকিস্তান৷ বালাকোট, চাকোতি এবং মুজফ্ফরাবাদে জয়েশ জঙ্গিদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই সংসদের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এদিনের এই ঘটনার পর জরুরি বৈঠকেও বসেন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ইমরাম৷ দীর্ঘ বৈঠক করে ভারতের বিরুদ্ধে আক্রমণের হুমকিও দেন তিনি৷
মঙ্গলবার ভারতের হামলা প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘‘এটা ভারতের আগ্রাসন। দায়িত্বপূর্ণভাবে ও কৌশলগতভাবে এর জবাব দেবে৷’’ পাক বিদেশ মন্ত্রীর আরও মন্তব্য, ‘‘আমরা বিশ্বকে এটা বারবার বলছিলাম যে ভারত এরকম একটা কিছু করতে পারে। সেটাই এ বার তারা করে দেখাল। পাকিস্তানের উপর বিপদ ঘোরাফেরা করছে এটা দেখতে পাচ্ছি। পাকিস্তান বেঁচে আছে এবং তারা শক্তিশালী। আমরা একটা দায়িত্বশীল রাষ্ট্র। পাকিস্তান জানে কীভাবে তাদের স্বার্থ সুরক্ষিত করতে হবে৷’’
Pakistan’s National Security Committee (NSC) after a meeting chaired by Pakistan PM Imran Khan today: India has committed uncalled for aggression to which Pakistan shall respond at the time and place of its choosing. pic.twitter.com/7IfgrEXFN8
— ANI (@ANI) February 26, 2019
অন্যদিকে, সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তি পরিস্থিতি নির্ধারণের জন্য সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন সুষমা স্বরাজ৷ আজ, মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তি পরিস্থিতি নিয়ে এদিন সকালেইনিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদি৷ উপস্থিত ছিলেন অরুণ জেটলি, নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রাজনাথ সিং ও সুষমা স্বরাজও৷ ওই বৈঠক থেকেই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়৷
বৈঠক শেষে সোজা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সার্জিকাল স্ট্রাইক সম্পর্কে বিস্তারি তথ্য দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে৷ আলোচনা করেন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গেও৷