Form 16 ও আয়কর দাখিলের সময়সীমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষল শুরু হয়েছে লোকসভা ভোটের উত্তাপের মধ্যে দিয়ে৷ শেষ হয়েছে নির্বাচনী বিধিনিষেধের মধ্যে দিয়ে৷ ফলে, মার্চ থেকে এপ্রিল, মে ভোটের কারণে বেশ খানিকটা এলোমেলো হয়েছে অর্থিক হিসাব নিকাশ৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল সময়সীমা বেশ খানিকটা বাড়তে চলেছে৷ আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাই আয়কর রিটার্ন দাখিলের

imagesmissing

Form 16 ও আয়কর দাখিলের সময়সীমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষল শুরু হয়েছে লোকসভা ভোটের উত্তাপের মধ্যে দিয়ে৷ শেষ হয়েছে নির্বাচনী বিধিনিষেধের মধ্যে দিয়ে৷ ফলে, মার্চ থেকে এপ্রিল, মে ভোটের কারণে বেশ খানিকটা এলোমেলো হয়েছে অর্থিক হিসাব নিকাশ৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল সময়সীমা বেশ খানিকটা বাড়তে চলেছে৷

আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাই আয়কর রিটার্ন দাখিলের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে রাখা আছে৷ কিন্তু, এবার সেই সময়সীমা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারনা৷ ইতিমধ্যেই ফর্ম 16 (সুদের বিররণ) জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ১০ জুলাই করা হয়েছে৷ একই সঙ্গে কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটা 24কিউ ফর্ম জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমাও বেড়েছে৷ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছে সিবিডিটি৷ ফলে, ফর্ম 16 জমা দেওয়ার জন্য মাত্র ২০ দিন সময় থাকবে করদাতার হাতে৷ একই সঙ্গে রিটার্ন জমার সময়সীমা বাড়াতে পাবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *