কলকাতা: থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ গত দশ দিন আন্দামান সাগরে থমকে মৌসুমি বায়ু৷ থমকে থাকার কারণে এখনও আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা পুরোপুরি ঢুকেতে পারেনি৷ এই পরিস্থিতিতে বর্ষা আসতে আরও দেরি হওয়ার আশঙ্কা রয়েছে৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অনুকূল পরিস্থিতি না থাকায় কারণে দেশে বর্ষা এগতে পারছে না৷ সব কিছু ঠিকঠাক থাকলে মৌসুমি বায়ুর এতদিনে আন্দামান ছাড়িয়ে শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছে যেত৷ কিন্তু, আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত থাকায় পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়িয়েছে৷ ফলে, মৌসুমি বায়ু অগ্রসরে বাধা তৈরি হচ্ছে৷ তবে, আগামী শুক্রবারের মধ্যে উত্তর আন্দামান সাগর, আন্দামান দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু এলাকা ছাড়াও মালদ্বীপ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বর্ষা এগিয়ে আসতে পারে।
এবার স্বাভাবিক সময়ের পরে কেরল হয়ে স্থলভূমিতে প্রবেশ করবে মৌসুমি বায়ু, এই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর৷ পয়লা জুন কেরলে বর্ষা ঢোকার সময়৷ এবার ৬ জুনের আশপাশে কেরলে বর্ষা ঢুকবে বলে জানানো হয়৷ তবে, ঘূর্ণাবর্ত থাকায় তা আদৌ সময় মতো হবে কিন না, তা নিয়ে সন্দেহ আছে৷ কেরলে বর্ষা আসতে দেরি হলে তার প্রভাব পড়বে বাংলায়৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে স্বাভাবিক সময় ৮ জুনের আশপাশে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার আশা কম৷ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৫ জুন৷ সেই সম্ভাবনাও এখনও তৈরি হয়নি৷ নির্ধারিত দিনের সাতদিন আগে বা পরে বর্ষা এলে তাকে স্বাভাবিক বলেই ধরা হয়৷