স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললেই ২ লক্ষ টাকার সুবিধা মিলবে

স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললেই ২ লক্ষ টাকার সুবিধা মিলবে

3 stocks recomended

নয়াদিল্লি: আপনি কি স্টেট ব্যাঙ্কের জন ধন অ্যাকাউন্ট হোল্ডার! তাহলে সেসব গ্রাহকদের জন্য রয়েছে সুখবর৷ স্টেট ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুললেই ২ লক্ষ টাকার সুবিধা পেয়ে যেতে পারেন ৷ এসবিআই গ্রাহকদের জন্য ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স বিনামূল্যে দিচ্ছে৷ তবে এই সুবিধা শুধুমাত্র জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদেরই দেওয়া হচ্ছে ৷ রুপে ডেবিট কার্ড থাকা গ্রাকহদেরই বিনামূল্যে বিমা কভার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ রুপে কার্ড ব্যবহারকারীদের মৃত্যু বিমা, সুরক্ষা কভার ও অন্যান্য লাভ দেওয়া হবে৷ 

এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে কোনও দুর্ঘটনা ঘটলে, তাও কভার করে থাকে৷ দরকারি কাগজপত্র জমা দিলে ভারতীয় টাকায় ক্লেমের টাকা পাবেন গ্রাহকরা৷ বেসিক সেভিংস অ্যাকাউন্টকে সহজেই জনধন অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে৷ জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয়৷ ২৮ অগস্ট ২০১৮ পর্যন্ত জনধন অ্যাকাউন্টে প্রাপ্ত রুপে কার্ডে এক লক্ষ টাকার বিমা দেওয়া হয়৷ তবে ২৮ অগাস্ট ২০১৮-র পর প্রাপ্ত রুপে কার্ডে ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার পাওয়া যাবে৷

উল্লেখ্য, ২০১৪ সালে আম আদমির কথা সুবিধার্থে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিল মোদি সরকার৷ দেশজুড়ে সমস্ত মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করতে এই যোজনা চালু করা হয়েছিল৷ বর্তমানে কেওয়াইসি জমা দিয়ে অনলাইনে জনধন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =