অ্যাপ ইন্সটল করলেই কোটিপতি! কীভাবে?

অ্যাপ ইন্সটল করলেই কোটিপতি! কীভাবে?

3 stocks recomended

দিল্লি: প্রতি মাসের ৬০ হাজার টাকা রোজগার শুধুমাত্র অ্যাপ থেকে! শুনতে অবাক লাগলেও এটাই ঘটছে বাস্তবে। যে তিনটে অ্যাপ ইন্সটল করলেই আপনি হবেন মালামাল, চটপট সেগুলোর নাম নোট ডাউন করুন। কোন অ্যাপ থেকে কিভাবে টাকা রোজগার করবেন, সেই টাকা আবার কোথায় ইনভেস্ট করলে আপনি পাবেন ডবল রিটার্ন, সবটা জানুন ডিটেইলে।

 

প্রথমেই বলবো যারা অনলাইনে টাকা রোজগার করতে চাইছেন, তাদের জন্য একটা সেরা অ্যাপের নাম।  

 

ফ্রিক্যাশ : এখানে আপনাকে বিভিন্ন টাস্ক দেওয়া হয়। আর তার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। আপনি যথাসময়ে আপনার সেই টাস্ক শেষ করতে পারলেই উপার্জন করতে পারবেন মোটা অঙ্কের টাকা। এবার জানতে হবে কী টাস্ক দেওয়া হয় এখানে? ফ্রিক্যাশে আপনাকে কখনও কোনও সমীক্ষার কাজ, কখনও আবার অন্যকে দিয়ে সাইন আপ করানোর কাজ দেওয়া হবে। ২০২০ সাল থেকে এই অ্যাপটির পথ চলা শুরু হয়। আজ ইস্তক কোনও অভিযোগ নেই।ব্যবহারকারীরা এখনও পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৫৪ কোটি টাকার কাছাকাছি রোজগার করে ফেলেছেন। তাই প্রচুর টাকা এখান থেকে রোজগার করতে দ্রুত অ্যাপ ইন্সটল করে টাস্ক কমপ্লিট করা শুরু করুন। নেক্সট যে অ্যাপের নাম বলবো সেটা থেকেও কিন্তু দারুন টাকা উপার্জনের সুযোগ আছে। 

 

প্যানেল স্টেশন: এটা একটি সার্ভে অ্যাপ। আপনাকে বিভিন্ন সার্ভে বা সমীক্ষার একাধিক ফর্ম দেওয়া হবে। 

আর সেই ফর্মগুলো আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। মূলত, একটা সমীক্ষার ফর্ম ফিল-আপ করার জন্য ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিট সময় দেওয়া হয়। পাশাপাশি আবার এমন কিছু সমীক্ষাও থাকে, যেগুলির জন্য একটু বেশি সময় লাগে। তবে সমীক্ষার ফর্মটি পূরণ করার পর আপনাকে যখন টাকা দেওয়া হবে, তখন সেখান থেকে কিছু টাকা আবার কমিশন হিসেবেও কেটে নেবে প্যানেল স্টেশন। এখানে আপনি এক দিনে ২,০০০ টাকা রোজগার করতে পারেন। আর এই ভাবে মাসের শেষে প্যানেল স্টেশনের সমস্ত সমীক্ষার কাজ করতে পারলে ৬০,০০০ টাকা পর্যন্ত রোজগার করার অপশন থাকছে আপনার কাছে। এছাড়াও লিস্টে রয়েছে আরেকটা দুর্ধর্ষ অ্যাপ।

 

টাস্কবাক্স: এখানে আপনি নানাবিধ কাজ করতে পারবেন। আর সেই সব কাজের বর্ণনা আপনাকে অ্যাপের ডিসপ্লেতেই দেখানো হবে। স্ক্রিনে দেখানো সেই টাস্ক সম্পূর্ণ করার জন্যই আপনাকে টাকা পে করা হবে। সেক্ষেত্রে কী কী টাস্ক থাকতে পারে? সেটাও জানা জরুরি। বেসিক্যালি অনেকরকম কাজ আপনাকে দেওয়া হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য, অন্য অ্যাপ ইনস্টল করা এবং সেটা আপনার পরিচিত লোকজনের সঙ্গে শেয়ার করা। আবার এমন কাজও থাকতে পারে, যেখানে আপনাকে শুধু ভিডিয়োই দেখে যেতে হল, আর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট নিতে বলা হল। এই অ্যাপ যদি আপনি একজনের কাছে শেয়ার করেন, তাহলে পেয়ে যাবেন ২৫ টাকা। তার উপরে আবার রেফারেল টাস্ক থেকে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আরামসে রোজগার হতে পারে আপনার।

যে তিনটে অ্যাপের কথা বলেছি এগুলোর প্রত্যেকটা থেকেই আপনি যে দুর্দান্ত উপার্জনের সুযোগ পাচ্ছেন সেটা নিশ্চয়ই নতুন করে বুঝিয়ে দিতে হবে না। কিন্তু অনলাইনে কিছু করার আগে অবশ্যই এক্সট্রা সতর্কতা মেনে চলা প্রয়োজন এটা মাথায় রাখবেন। ফ্রিতে হাতে কলমে শেয়ার বাজার শিখে স্টক মার্কেটে ইনভেস্ট করতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 11 =