চেন্নাই: মনমোহন সিংহ হয়ে ওঠা সম্ভব নয় তাঁর পক্ষে! রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সাফাই, রাজনীতিতে যোগ দিলেই স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাবেন! লোকসভা ভোটের মরসুমে বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা নানা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। অনেকে প্রার্থীও হচ্ছেন।
এই আবহে এক সাক্ষাৎকারে বিশ্ব অর্থ সংস্থার (আইএমএফ) প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ রঘুরামের কাছে ‘কোনও রাজনৈতিক দলে যোগদান বা নতুন দল গড়ার সম্ভাবনা’ সম্পর্কে জানতে চেয়েছিলেন প্রশ্নকর্তা। ৫৬ বছরের রঘুরামের সাফ জবাব, ‘রাজনীতিতে যোগ দিলেই আমার বৌ আমাকে ছেড়ে চলে যাবে বলে দিয়েছে।’ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবসরের পরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে মনমোহন দেশের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হলেও তাঁর স্নেহধন্য রঘুরাম সেই পথ অনুসরণে নারাজ। তাঁর মতে, রাজনীতির ধরনটা সব জায়গাতেই মোটামুটি এক। বক্তৃতাবাজির মাধ্যমে ভোট হাসিলের কৌশল গুরুত্বপূর্ণ।
তিনি নিজেকে সেই স্রোতে সামিল করতে নারাজ। সম্প্রতি চেন্নাইয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রঘুরাম। সেখানেই তিনি সাক্ষাৎকারটি দেন। তবে রাজনীতিতে যোগ না-দিলেও বিভিন্ন দলের কর্মসূচি সম্পর্কে আলোচনা করেছেন তিনি। রাহুল গান্ধী ঘোষিত ‘ন্যায়’ প্রকল্প বা নরেন্দ্র মোদী সরকারের ‘আর্থিক সাফল্য’ নিয়েও মন্তব্য করেছেন। প্রসঙ্গত, মোদী সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দ্বিতীয় মেয়াদে থাকেননি রঘুরাম। বিমুদ্রাকরণ, জিএসটি’র হার-সহ মোদী সরকারের বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। ফলে তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা ছিল।