নয়াদিল্লি: আপনার সিবিল স্কোর ভাল হলে গৃহঋণে মিলবে ছাড়৷ যত ভাল সিবিল স্কোর, তা ছাড়! কেননা, সিবিল স্কোর ভাল থাকলে ঋণ দেওয়ার ঝুঁকি কম৷ এবার সিবিল স্কোর বুঝে বেশ কিছু ব্যাংক গৃহঋণ দেওয়া শুরু করেছে৷
আর তাতে যেসব গ্রাহকদের সিবিল স্কোর ভাল, তাদের জন্য সুদের হার কমছে বলে নয়া নীতি আসতে চলেছে৷
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়েছে৷ আর তার জেরেই ব্যাংকগুলিও গৃহঋণে সুদের হার কমাতে শুরু করেছে৷ কিন্তু তার আগেও রয়েছে সুখবর৷ বেশ কিছু ব্যাংক ইতিমধ্যেই ঝুঁকি বুঝে সুদ নীতিতে বদল আনতে চলেছে৷ ব্যাঙ্ক অফ বরোদা, ইউনাইটেড ব্যাঙ্ক অফ সিন্ডিকেট ইত্যাদি ব্যাংক সিবিল স্কোর দেখে ঋণ নীতি তৈরি করতে চলেছে৷
ধরা যাক, কেডিট ইনফর্মেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা সিবিলের হিসাব মত কোন ব্যক্তির ক্রেডিট স্কোর খুব ভাল হলে, তবে তিনি গৃহঋণে অতিরিক্ত ছাড় পাবেন৷ এই সিবিল স্কোর নির্ভর করে ওই গ্রাহকের অন্যান্য ঋণ শোধ করা কতটা নিয়মিত তার ওপর৷ ক্রেডিট স্কোর থেকে ব্যাংক বা অন্যান্য সংস্থার থেকে নেওয়া ঋণ পরিশোধের বিচারে তৈরি হয় এই সিবিল স্কোর৷ এই মাধ্যমে কারও সিবিল স্কোর কমপক্ষে ৬৭৫ হলে তবেই ব্যাংক ঋণ দিয়ে থাকে৷
সিবিল স্কোর ৭৬০ থাকা গ্রাহকদের থেকে ১ শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে৷ ৭২৫ থেকে ৭৫৯ সিবিল স্কোর থাকলে সুদের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে৷ ব্যাঙ্ক অফ বরোদা নতুন গ্রাহকদের জন্য সিবিল স্কোর ৭৬০ বা তার বেশি হলে সুদের হার ৮.১ শতাংশ, যাদের সিবিল স্কোর ৭২৫ থেকে ৭৫০ তাদের ক্ষেত্রে সুদের হার ৮.৩৫ শতাংশ, ৬৭৫ থেকে ৭২৫ স্কোর হলে ৯.১ শতাংশ হারে সুদ দেওয়ার ঘোষণা করেছে৷