খরচ বেশি করলেই এবার থেকে দিতে হবে আয়কর

নয়াদিল্লি: মাসের খরচ বেশি হলেই সংশ্লিষ্ট নাগরিককে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা করতে হবে বলে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নীচে হলেও খরচ বেশি করলেও এই কর গুনতে হবে৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকার বেশি খরচ করলে কিংবা এক বছরে কোনও ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকার

3 stocks recomended

খরচ বেশি করলেই এবার থেকে দিতে হবে আয়কর

নয়াদিল্লি: মাসের খরচ বেশি হলেই সংশ্লিষ্ট নাগরিককে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা করতে হবে বলে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নীচে হলেও খরচ বেশি করলেও এই কর গুনতে হবে৷

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকার বেশি খরচ করলে কিংবা এক বছরে কোনও ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি জমা করালে অথবা বছরে ১ লক্ষ টাকার বেশি বিদ্যুতের বিল মেটালে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে৷

এতদিন, ৫ লক্ষ টাকার নীচে আয় হলে আয়কর দিতে হত না৷ ৫ লক্ষ টাকার বেশি বলে কোনও ব্যক্তি অথবা সংস্থাকে আয়কর রিটার্ন জমা করতে হত৷ কিন্তু, করবিহীন আয়ের সীমা নীচে থাকা ব্যক্তি অথবা সংস্থা বড় অঙ্কের আর্থিক লেনদেন করলেও, তাকে আয়কর রিটার্ন জমা দিতে হতে না৷ এবার নতুন প্রস্তাবে বদলাতে চলেছে আগের ব্যবস্থা৷ এই মর্মে আয়কর আইনের ১৩৯ নম্বর ধারাটিতে সংশোধনীও আনা হচ্ছে৷ এই সংশোধনী ২০২০ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে৷ ২০২০-২০২১ অর্থবর্ষের মূল্যায়ণে তা অন্তর্ভুক্ত হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =