আধার নম্বর ভুল দিলেই এবার মোটা অঙ্কের জরিমানা, আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: ভুল আধার নম্বর দিলে এবার জরিমানার মুখে পড়তে হবে ব্যবহারকারীকে৷ যতবার ভুল হবে ততবার জরিমানা দিতে বাধ্য করা হবে৷ জরিমানা হতে পারে প্রায় ১০ হাজার টাকা৷ এই সংক্রান্ত নতুন আইন আনতে চলেছে কেন্দ্র সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷ সব ঠিকঠাক থাকলে চলতি বছর থেকেই এই আইন কার্যকর হতে পারে৷ গত ৫

3 stocks recomended

আধার নম্বর ভুল দিলেই এবার মোটা অঙ্কের জরিমানা, আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: ভুল আধার নম্বর দিলে এবার জরিমানার মুখে পড়তে হবে ব্যবহারকারীকে৷ যতবার ভুল হবে ততবার জরিমানা দিতে বাধ্য করা হবে৷ জরিমানা হতে পারে প্রায় ১০ হাজার টাকা৷ এই সংক্রান্ত নতুন আইন আনতে চলেছে কেন্দ্র সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷

সব ঠিকঠাক থাকলে চলতি বছর থেকেই এই আইন কার্যকর হতে পারে৷ গত ৫ জুলাই বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, এবার থেকে আয় করার ক্ষেত্রে আধার নাম্বার ব্যবহার করা যাবে৷ বিশেষ করে যাদের প্যান কার্ড নেই তাঁরা আধার নাম্বার ব্যবহার করে রিটার্ন জমা করাতে পারবেন৷ প্যান ও আধার পরস্পরের পরিপূরক৷

সূত্রের খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত আইন সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সংশোধনীতে জরিমানার বিষয়ে চিন্তা-ভাবনা করেছে করছে কেন্দ্র৷ পরিসংখ্যান বলছে, দেশের প্রায় ১২০ কোটি কোটি আধার কার্ড করা হয়েছে৷ প্যান কার্ড রয়েছে ৪১ কোটি মানুষের হাতে৷ এদের মধ্যে ২২ কোটি মানুষ আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের কাজ এখনও পর্যন্ত করাতে পারেনি৷ এই প্রবনতা যাতে কমানো যায়, সে বিষয়ে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fifteen =