কলকাতা: দামের কারণেই হোক, বা অন্যান্য আর্থসামাজিক অবস্থার জন্য- গত তিন মাসে দেশে সোনার চাহিদা বাড়েনি সেভাবে। বিনিয়োগ হিসেবেই হোক বা গয়না- গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের সঙ্গে এই বছরের ওই তিন মাস সময়ের তুলনা করে তেমনটাই জানা যাচ্ছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অবশ্য আশাবাদী, চলতি সময়ে, অর্থাৎ চলতি আর্থিক বছরের গোড়ায় সেই চাহিদা অনেকটাই বাড়বে। শুধু যে অক্ষয় তৃতীয়া বা বিয়ের মরশুমকে সামনে রেখেই তারা এই বিষয়ে ভরসা পাচ্ছে, তা নয়। কাউন্সিলের বক্তব্য, আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত আশা জোগাচ্ছে, বর্ষা এবার স্বাভাবিক হবে। তাতে শস্যশ্যামলা হবে দেশ। কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা হওয়ায়, সোনার চাহিদা বাড়বে, এমনই তত্ত্বে বিশ্বাসী তারা।
বিক্রিবাটার কী হাল এদেশে? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেব বলছে, গত জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ভারতে মোট সোনা বিক্রি হয়েছে ১৫৯ টন। আগের বছরের ওই একই সময়ের নিরিখে বিক্রি বৃদ্ধির হার মাত্র পাঁচ শতাংশ। ১৫৯ টন সোনার দাম ৪৭ হাজার ১০ কোটি টাকা। দামের নিরিখে সেই বৃদ্ধির হার মার্কিন ডলারের হিসেবে তিন শতাংশ। ভারতীয় মুদ্রায় বৃদ্ধির হার ১৩ শতাংশ। মোট সোনা বিক্রির মধ্যে শুধুমাত্র গয়না বিক্রি হয়েছে ১২৫.৪ টন। তার দাম ৩৭ হাজার ৭০ কোটি টাকা। গয়না বিক্রির নিরিখে আগের বছরের তুলনায় বৃদ্ধির হার পাঁচ শতাংশ।