কীভাবে কমাবেন TAX-এর বোঝা? কীভাবে মিলবে সুবিধা? পড়ুন, কাজে আসবে

কীভাবে কমাবেন TAX-এর বোঝা? কীভাবে মিলবে সুবিধা? পড়ুন, কাজে আসবে

imagesmissing

নয়াদিল্লি: আসন্ন বাজেটে করদাতাদের জন্য ঠিক কী কী সুযোগ সুবিধা রয়েছে তা জানতে মুখিয়ে আছে মধ্যবিত্ত জনতা৷ কেন্দ্রীয় বাজেটের আগে কোন খাতে কত ছাড় মিলবে? সে বিষয়ে জরুরি তথ্য জেনা রাখা প্রয়োজন৷ কোন খাতে কীভাবে বিনিয়োগ করলে কর ছাড় মিলবে? সেই তথ্য জানা থাকলে পড়তে হবে না সমস্যায়৷

আয়কর আইন অনুযায়ী ৮০ সি ধারায় এলআইসি, পিপিএফ, সুরক্ষা সমৃদ্ধি, ট্যুইশান ফি, পিআর ইত্যাদি ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়৷ একই রকম ভাবে পেনশান প্রকল্পে বিনিয়োগ করলে ৮০ সিসিসি ধারায় সুবিধা মেলে৷ ৮০ ডি ধারায় সুযোগ পাওয়া যায় মেডিক্লেমের জন্য৷ ৮০ ডি ডি ধারায় করদাতার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার ক্ষেত্রে ছাড় পাওয়া যায়৷ ক্যন্সার-সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসার জন্য ৮০ ডিডিবি সেকশনে সুবিধা পাওয়া যায়৷

৮০ই ধারায় উচ্চ শিক্ষার খাতে ঋণ গ্রহণ করলে তার সুদের ক্ষেত্রে আয়কর ছাড় মেলে৷ গৃহ ঋণের সুদের ক্ষেত্রে ৮০ ইই ধারায় আয়করের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় পাওয়া যায়৷ ৮০ টিটিএ ধারায় সেভিংশ অ্যাকাউন্টের সুদে ছাড় পাওয়া যায়৷ ৮০ ইউ সেকশনে প্রতিবন্ধী কর দাতারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন৷ এছাড়াও নানাবিধ ছাড়ের সুযোগ রয়েছে৷ তবে সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছর স্ট্যান্ডার্ড ডিডাকশানে ৫০০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *