মাত্র ৫০ টাকা বিনিয়োগে ৩৪ লক্ষ পাবেন কীভাবে? জেনে নিন

মাত্র ৫০ টাকা বিনিয়োগে ৩৪ লক্ষ পাবেন কীভাবে? জেনে নিন

3 stocks recomended

কলকাতা: প্রায়  সব চাকরিজীবী ও ব্যবসায়ীরাই চান ৬০ বছর বয়সে অবসর নিয়ে শেষ বয়সে চিন্তামুক্ত হয়ে দিন কাটাতে। শেষ বয়সে চিন্তামুক্ত থাকতে শুরুতেই সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার৷ এর জন্য জেনে নিতে হবে, কোথায় সেই টাকা বিনিয়োগ করলে বেশি সুবিধা পাওয়া যাবে। বেশ কয়েকটি জায়গায় বিনিয়োগ করলে, তা ঝুঁকিমুক্ত হয়৷ এক্ষেত্রে ফলদায়ক হতে পারে এনপিএসে বিনিয়োগ। এখানে দৈনিক মাত্র ৫০ টাকা বিনিয়োগ করলে, অবসরের সময় ৩৪ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এতে বিনিয়োগ করাও অত্যন্ত সোজা ও কম ঝুঁকিপূর্ণ।

চাকরি জীবন শুরুর দিন থেকেই এনপিএসে বিনিয়োগ করা উচিত। কোনও ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে দৈনিক মাত্র ৫০ টাকা অর্থাৎ মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে অবসরের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে তিনি ৩৪ লক্ষ টাকা পাবেন। কিন্তু এক্ষেত্রে ৩৫ বছর ধরে বিনিয়োগ করে যেতে হবে। কোনও আমানতকারী একসঙ্গে এই টাকা তুলতে পারবেন না। আমানতকারীরা একবারে সর্বোচ্চ ৬০ শতাংশ টাকা তুলতে পারবেন। বাকি ৪০ শতাংশ টাকা মাসে মাসে পেনশন হিসেবে পাবেন। অবসরের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে এনপিএসে জমানো মোট টাকার ৬০ শতাংশ টাকা তুলে নেওয়া যেতে পারে। মানে অবসরের সময় ২০.৫১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেতে পারে। বাকি টাকা একটি বার্ষিক বিনিয়োগ স্কিমে জমা রাখা হয়। সেই জমা টাকা থেকেই অবসরের পর মাসে মাসে পেনশন দেওয়া হয়। কোনও ব্যক্তি ৮ শতাংশ হারেও সুদ পেলে, তিনি মাসিক 9000 টাকা পেনশন পাবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =