প্যান কার্ডের ঠিকানা বদলাবেন কীভাবে?

নয়াদিল্লি: প্যান কার্ডে থাকা ঠিকানা বদল করা যায়! অনলাইন ডেটাবেসে থাকা ঠিকানা থেকে শুরু করে অন্য কয়েকটি তথ্য পরিবর্তন করা যায়। এনএসডিএল প্রদত্ত অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ঠিকানা বদলের জন্য অনুরোধ করা যেতে পারে। আয়কর দপ্তরের এই দশ সংখ্যার কার্ড আর্থিক লেনদেনের জন্য একান্ত জরুরি। এ সংক্রান্ত পাঁচটি তথ্য: হাতে থাকা প্যান কার্ড নিয়ে কোনও

imagesmissing

প্যান কার্ডের ঠিকানা বদলাবেন কীভাবে?

নয়াদিল্লি: প্যান কার্ডে থাকা ঠিকানা বদল করা যায়! অনলাইন ডেটাবেসে থাকা ঠিকানা থেকে শুরু করে অন্য কয়েকটি তথ্য পরিবর্তন করা যায়। এনএসডিএল প্রদত্ত অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ঠিকানা বদলের জন্য অনুরোধ করা যেতে পারে। আয়কর দপ্তরের এই দশ সংখ্যার কার্ড আর্থিক লেনদেনের জন্য একান্ত জরুরি।

এ সংক্রান্ত পাঁচটি তথ্য:

  • হাতে থাকা প্যান কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে এনএসডিএসএল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে৷ তার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণও করতে হবে।
  • আবেদনকারীকে শুধু জানাতে হবে তিনি যে ঠিকানা দিচ্ছেন সেটি তাঁর বাড়ির না অফিসের। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ছাড়া আর সবার ক্ষেত্রে এই বিষয়টি জরুরি।
  • শুধু ঠিকানা বদল নয়, প্যান কার্ডে নতুন ঠিকানা যোগও করা যায়। তার জন্যও একই ভাবে অনলাইনে আবেদন করতে হবে।
  • নতুন ঠিকানার প্রমাণপত্রও দিতে হবে।
  • প্যান কার্ডের ঠিকানা বদল করতে হলে ছবিও দিয়ে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *