প্যান কার্ডের আধার যোগ কীভাবে করবেন?

নয়াদিল্লি: আর প্রায় ৩ মাস। শেষ হয়ে আসছে প্যান কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা। আয়কর দফতরের নির্দেশ অনুযাযী৩১ মার্চ শেষ হবে সেই সময়সীমা। এর মধ্য প্যান কার্ডের সঙ্গে আধার যোগ না করা হলে, বাতিল হবে প্যান কার্ড। সূত্রের খবর, মোট চারবার আধার যুক্তকরণের সময় সীমা বাড়ানো হয়েছেলি। আর নয়। ৩১ মার্চই শেষ হবে সময়। তার

3 stocks recomended

প্যান কার্ডের আধার যোগ কীভাবে করবেন?

নয়াদিল্লি: আর প্রায় ৩ মাস। শেষ হয়ে আসছে প্যান কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা। আয়কর দফতরের নির্দেশ অনুযাযী৩১ মার্চ শেষ হবে সেই সময়সীমা। এর মধ্য প্যান কার্ডের সঙ্গে আধার যোগ না করা হলে, বাতিল হবে প্যান কার্ড।

সূত্রের খবর, মোট চারবার আধার যুক্তকরণের সময় সীমা বাড়ানো হয়েছেলি। আর নয়। ৩১ মার্চই শেষ হবে সময়। তার মধ্যে আধার যুক্ত না করলে ১৩৯এএ ধারার দু’নম্বর উপধারা অনুয়ায়ী ধারা অনুযায়ী বাতিল হয়ে যাবে কার্ড। তাই যাদের এখনও বাকি রয়েছে তারা আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়েও আধার যুক্ত করতে পারবেন। এছাড়াও মোবাইল থেকে এসএমএস করেও করা যাবে। সেক্ষেত্রে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে এসএমএস করেও আধার লিঙ্ক করা যাবে। সেক্ষেত্রে লিখতে হবে UIDPAN।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =