নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনাদায়ী ঋণ আদায় একই হারে চলছে। নতুন কিছু পদক্ষেপ নেওয়া হলেও অনাদায়ী আদায়ের পরিমাণ সেভাবে কিছু বাড়েনি। ২০১৭-১৮ সালে অনাদায়ী ঋণ আদায় হয়েছে ৪০ হাজার ৪০০ কোটি টাকা। ২০১৬-১৭ সালে এই ঋণ আদায়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এই খবর জানা গিয়েছে।
এ বছর ১০ আগস্ট সংসদে অর্থমন্ত্রী সাংসদের প্রশ্নে লিখিত জবাবে জানিয়েছিলেন, গত চার বছরে অনাদায়ী ঋণ আদায়ের ফলে এর পরিমাণ কমেছে ২লক্ষ ৬৪৬ কোটি টাকা। ফলে বছরে অনাদায়ী ঋণ আদায়ের পরিমাণ হলো গড় ৫০ হাজার কোটি টাকা। তবে গত আর্থিক বছরের ঋণ আদায়ের পরিমাণে বিশেষ কোনও বৃদ্ধি হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, ঋণ আদায়ে চার দফা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে দেউলিয়া কোড, সরফায়েসি আইন, ঋণ আদায় ট্রাইবুনাল ও লোক আদালত। দেউলিয়া কোড ব্যবহারে আদায় হয়েছে ৪ হাজার ৯০০ কোটি টাকা, সরফায়েসি আইনে আদায় হয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।