কলকাতা: আয়কর দপ্তরের নজর এবার বাংলা৷ চলতি আর্থিক বছরে বাংলা থেকে ইনকাম ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াল আয়কর দপ্তর৷ সূত্রের খবর, শিল্পক্ষেত্রে কর আদায়ে আগের তুলনায় অনেক বেশি নজর দিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা৷
আয়ক দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য, লক্ষ্য আদায়ে দফায় দফায় অভিযান হবে৷ এই অভিযানে নজর দেওয়া হবে কালো টাকার উদ্ধারের উপর৷ হিসেব বহির্ভুতভাবে কে কোথায় সম্পত্তির পাহাড় করেছে, তার দিকে আরও নজর বাড়ানো হবে বলেও আয়কর দপ্তর সূত্রে খবর৷ এই তালিকা রাজ্যের শাসকদলের নেতাদেরও তালিকা তৈরি হচ্ছে বলেও জানা গিয়েছে৷